বিধ্বস্ত জলকাননে
স্থিরতা ফিরলে
কর্দমাক্ত চাতালে
স্বয়ং ঈশ্বরের পদচিহ্ন দেখাযায়!..
অথচ
প্রলয়ের মুখোমুখি দাঁড়িয়ে
তীব্র ধুকপুকুনির মধ্যে প্রাণপণ
তাহাকেই ডেকেছে জলের অভিবাসীগন!
নির্মম সত্যের সামনে
ঝুকে পড়ে কোমল মিথ্যা
দেবতাগন
যদিও কাদাজলে একাকার
তবুও
নির্বিকার প্রভুত্ব
পোড়ায় সমূহ আবেগ, অভিশপ্ত চিতা!
2 thoughts on “জলকানন”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
বিধ্বস্ত জলকাননে
স্থিরতা ফিরলে
কর্দমাক্ত চাতালে
স্বয়ং ঈশ্বরের পদচিহ্ন দেখা যায়!
❝যদিও কাদাজলে একাকার
তবুও
নির্বিকার প্রভুত্ব❞
হ্যাঁ, এটাই বাস্তব!