স্বপ্নগুলো গুঁড়েবালি

328

স্বপ্নগুলো হয় না সত্যি
হয় না কোথাও যাওয়া
কত ইচ্ছে মনে গোপন
হলো না আর পাওয়া।

ইচ্ছে ছিল পাহাড়ে যাই
বসি গিয়ে ঘাসে
গল্প করবে ভালোবাসার, থাকবে
এমন একজন পাশে।

আমার আশা গুঁড়েবালি
মনের বাড়ী খরা;
সেই খরাতে জল ঢালতে কেউ
আসল না কেউ ত্বরা।

ইচ্ছে ছিল ঝর্ণার তলে
একটুখানি দাঁড়াই
ইচ্ছে ছিল বনারণ্যে
সুখের তরে হারাই।

ইচ্ছেগুলো হয় না পূর্ণ
বিষণ্ণতায় মরি
আর ভাসানো হলো না যে
আমার জীবন তরী।

মনের তরীর মাঝি হতে
আসলো না কেউ কাছে
নিয়ে যাবে ভাসাবে নাও
এমন কেউ কি আছে!

যে যার মত হাঁটি শুধু
উল্টো পথটি ধরে,
নীল বিষাদের তুফান ওঠে
আমার মনের ঘরে।

2 thoughts on “স্বপ্নগুলো গুঁড়েবালি

  1. ইচ্ছে ছিল ঝর্ণার তলে
    একটুখানি দাঁড়াই
    ইচ্ছে ছিল বনারণ্যে
    সুখের তরে হারাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. ❝ইচ্ছে ছিল ঝর্ণার তলে
    একটুখানি দাঁড়াই
    ইচ্ছে ছিল বনারণ্যে
    সুখের তরে হারাই।❞

     

    কপালে না থাকলে হয়না।

    কবির জন্য শুভকামনা থাকলো। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।