গরমের সাথে খেলছি লুকোচুরি

vvv

উষ্ণ হাওয়া এসে লাগলেই গায়
বিতৃষ্ণা দেহে লুটোপুটি খায়,
চায়ের কাপে আছে রাখা অদৃশ্য সুখ,
চায়ে ঠোঁট রাখলেই বিন্দু স্বস্তি দাঁড়ায় সম্মুখ।

পাতায় পাতায় জমে আছে ধুলা
দিন যেন হয়ে রয় জ্বলন্ত চুলা,
কোথায় শান্তি হারালো, সময় হাঁসফাঁস
দিনের বুকে আছে জমে এক সমুদ্দুর দীর্ঘশ্বাস।

শান্তি হারিয়ে কাঁদি প্রভুর দরবারে
তাঁরে ছাড়া আর ডাকি কারে,
নীল আসমান করে দাও প্রভু অমানিশা কালো,
নিভে যাক দিন, চাই এক পসলা বৃষ্টির আলো।

হাতে নিয়ে চায়ের কাপ
খাচ্ছি দিনের উত্তাপ
যে উত্তাপে পুড়ে যায় দেহ,
প্রভু ছাড়া হিম শান্তি পারবে না দিতে কেহ।

আয় বৃষ্টি আয়,
উষ্ণতার সাথে খেলে যা লুকোচুরি
ত্রাহিত্রাহি গরমে প্রাণ যায়,
আসমান হতে ঝরাও রব বৃষ্টির নুড়ি।

.
(স্যামসাং এস নাইন প্লাস, ঢাকা)

2 thoughts on “গরমের সাথে খেলছি লুকোচুরি

  1. উষ্ণতার সাথে খেলে যা লুকোচুরি
    ত্রাহিত্রাহি গরমে প্রাণ যায়,
    আসমান হতে ঝরাও রব বৃষ্টির নুড়ি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. ঈদের দুইদিন আগে বৃষ্টি হয়েছিল। কিন্তু এখন আবার গরমে অতিষ্ঠ! আয় আয় বৃষ্টি আয়, মোদের প্রাণ যায়!

মন্তব্য প্রধান বন্ধ আছে।