পার্কের বেঞ্চে বসে আকাশ দেখি ইচ্ছে

yui

রকমারী কাজের বুকে বসে কতই না স্বপ্ন দেখি,
দিন ফুরিয়ে যায় একি!
আকাশ দেখা হয়ে আর ওঠে না,
মন বাগানে আর ইচ্ছের ফুল ফুটে না!

তুমিও এক আজবতরো মানুষ
কাজের আকাশে ওড়াও ব্যস্ততার ফানুস,
আকাশ দেখার কাব্য লিখে দাও না মনের খাতায়,
বেহুদা ব্যস্ততাই ঘুরে তোমার মাথায়।

এই হেমন্তের এক বিকেল আমার নামে করে দাও,
কর্ম হতে ছুটি নাও,
চলো হাতে নিয়ে বাদামের ঠোঙা পার্কে বসি
আকাশ দেখি, মনের খাতায় সুখ অঙ্ক কষি।

নির্ভেজাল হাওয়ায় চলো মন ডুবিয়ে আসি
সুর মিলিয়ে বলো বন্ধু, আকাশ ভালোবাসি,
আকাশ দেখে মনকে করে নিয়ো বিস্তির্ণ
যত অহংকার মনের হয়ে যাক চূর্ণ।

একসঙ্গে কাটানো সময়গুলো রেখে দেব স্মৃতি ঘরে,
একদিন বুড়োবেলা স্মৃতি রোমন্থন করবো মন ভরে,
আকাশের মত মন আমার তুমি ডানা মেলো,
এক্ষণে চলো ঘুরি, মনে হয়ে আছে এলোমেলো।

হেমন্তের আকাশ শুভ্র মেঘ নেই, তবুও আকাশ সুন্দর
আকাশে তাকিয়ে জোরে টানলে নিঃশ্বাস সুখী হৃদ বন্দর,
হেলায় কাটিয়ে দিতে চাই না সময় ঘরে থেকে বন্দি
চলো আকাশ দেখার করি আয়োজন মনে আঁটি বেরোবার ফন্দি।

(স্যামসাং এস নাইন প্লাস, চুনারুঘাট)

1 thought on “পার্কের বেঞ্চে বসে আকাশ দেখি ইচ্ছে

  1. হেমন্তের আকাশ শুভ্র মেঘ নেই, তবুও আকাশ সুন্দর
    আকাশে তাকিয়ে জোরে টানলে নিঃশ্বাস সুখী হৃদ বন্দর … https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।