ভালো থেকো, বেঁচে থেকো / অমৃত ইচ্ছা তোমার বলয় / মাথায় রেখেও সর্বদা বাঁচা যায় না / আসলে বেঁচে আছি কী না / বুঝতেই কেটে যায় এক পূর্ণ জন্ম / পূণ্য যজ্ঞ থেকে জন্ম নিয়েও / যাজ্ঞসেনী বনবাসে যায় / কীচক ও দুর্যোধনের শ্লীলতাহানির হরিণ হয় / বেঁচে থাক বললেও / সর্বদা বেঁচে থাকা যায় না।
1 thought on “বেঁচে থাকা”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
কীচক ও দুর্যোধনের শ্লীলতাহানির হরিণ হয় /
বেঁচে থাক বললেও / সর্বদা বেঁচে থাকা যায় না।