কত পাখি মন আকাশে
উড়ে ঘুরে দিবারাতি,
কত জোনাক রাতে এসে
মনে জ্বালায় মিহি বাতি।
আমি যেন পাখির ডানায়
উড়ে বেড়াই নীল সমুদ্দুর,
বালিচলে পা রাখি আর
ঝরে পায়ে সোনা রোদ্দুর।
মন ময়ূরী আমি যেন
পেখম তুলে নেচে উঠি,
মন উঠোনে খাচ্ছে আহা
সুখ পাখিটা লুটোপুটি।
অশীতিপর বয়স আমার
আমি যেন কুড়ি থাকি,
ভোরের সূর্য সুখ লুটিতে
রোজই যে যায় ডাকি ডাকি।
আমি যেন টিয়া পাখি
মনটা আমার সবুজ বরণ,
মোহ এসে মন দুয়ারে
দুঃখ ব্যথা করে হরণ।
আমার মনে ব্যথার পাহাড়
রাখি না আর জমা করে
ডানা মেলা পাখি আমি
দেখে আসি বিশ্ব ঘুরে।
আমি যেন চড়ুই শালিক
ফুড়ুৎ ফুড়ুৎ উড়ে বেড়াই,
কত দুঃখ মন মাঝারে
নিত্য লোকের দৃষ্টি এড়াই।
আমার মনে ব্যথার পাহাড়
রাখি না আর জমা করে
ডানা মেলা পাখি আমি
দেখে আসি বিশ্ব ঘুরে।
চমৎকার একটা কবিতা। কবির জন্য শুভকামনা থাকলো।
সত্যই একদিন পাখিরা উড়েই বেরায়
ধরতেই পারে না কেউ———-