দেখি পৃথিবীর সবাই নিজের প্রশংসায়
থাকে সদা মশগুল,
প্রভু তোমার বেলায় দেখেনি তো কেউ
করতে এমন ভুল!
দেখা যায় কেউ কর্ম দোষে ভুগে মরে
দুঃখ আর যন্ত্রণায়,
তবুও তুমি হওনা ক্ষিপ্ত করছো ক্ষমা
দোষী নির্দোষীর প্রার্থনায়।
যৎসামান্য জ্ঞানের জ্ঞানী ক্ষমতাবান সেজে
করছে শাসন শোষণ,
তুমিতো প্রভু এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক
ক্ষমতা কি দেখাও তেমন?
তোমার জল তোমার স্থল আকাশ-বাতাস
মানব করছে নিয়ন্ত্রণ,
তোমার ইশারায় ধ্বসে পড়ার কথা হিমালয়
করছো কি তুমি এমন?
যৎসামান্য জ্ঞানের জ্ঞানী ক্ষমতাবান সেজে
করছে শাসন শোষণ,
তুমিতো প্রভু এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক
ক্ষমতা কি দেখাও তেমন?
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধেয় দাদা।
দারুণ পরিপাটি কথায় অসাধারণ প্রকাশ
বেশ ছন্দময় এক অনুভব
ভাল থাকবেন কবি দা