বিবর্ণ রং জমে আছে আকাশে

chh

মন যখন বিমর্ষ আকাশও তখন দেখি বিবর্ণ
কত যে স্বপ্ন নিমেষেই হয়ে যায় চূর্ণ
আকাশে তাকিয়ে রবের কাছে করি প্রার্থনা
যে বা যারা দেয় মানুষকে দুঃখ
প্রকৃতি থাকে ছাড়তো না।

মনের মাঝে রোজ রোজ বিতৃষ্ণা পুষে
আমি ভেসে যাই বিষাদে কোন সে দুষে
অযথাই কেউ মনের কোণে জমায় ঘৃণা
আমার কী এখানে আর শান্তি মিলবে না

বিবর্ণ মন আকাশে উড়ে যদি আসতো শুভ্র মেঘ
বাড়তো বুঝি বুকে সুখের বেগ
বেগ হারিয়ে চোখের কোণে জমাই জল
মন আকাশে কালো মেঘ হয়ে আছে অনুজ্জ্বল।

চাই সুখ আসুক ফিরে
ধরুক শান্তি আমায় ঘিরে
বেশী কিছু চাই না, আমার প্রাপ্তি যা তাতেই হতে চাই সুখী
এবেলা আল্লাহকে ডাকি হয়ে উর্ধ্বমুখী।

আকাশে যেমন পাখিরা করে উড়াউড়ি
মন আকাশেও উড়ুক তেমন রঙিন ঘুড়ি
নাটাই ছেড়া ঘুড়ি হয়ে চাই এবেলা
ভাসাতে চাই শূন্যে আমার জীবন ভেলা।

পাখির ডানায় ছেড়ে আসবো বিষাদ বোধ
দুঃখ পুড়াতে আসতো যদি চৈত্রের রোদ
মন পেতে বসে থাকবো সবুজ মাঠে
কড়া রোদ্দুর এসে বসুক আজ মনের হাঠে।

আকাশের মেঘে মেঘে কেটে যায় বেলা
বসে না আর হৃদয় জমিনে সুখের মেলা;
বেজার মুখে একাকি প্রহর কেটে যায় অবলীলায়
কিছু মেঘ মন উঠোনে মত্ত হোক কানামাছি খেলায়।

.
(স্যামসাং এস নাইন প্লাস, পীঁরেরগাঁও মিয়াবাড়ি চুনারুঘাট)

1 thought on “বিবর্ণ রং জমে আছে আকাশে

  1. আকাশের মেঘে মেঘে কেটে যায় বেলা
    বসে না আর হৃদয় জমিনে সুখের মেলা;
    বেজার মুখে একাকি প্রহর কেটে যায় অবলীলায়
    কিছু মেঘ মন উঠোনে মত্ত হোক কানামাছি খেলায়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।