তিমিরাবৃত্ত আত্মা
কুয়াশা ভেজা লজ্জাবতী ফুল, সিক্ত লতা
ছুয়ে দিলে
চুকে যায় গরিমা, আরক্ত ঠোঁটে ঝেঁকে বসে
রুক্ষ দিনের রূঢ়তা!..
ফিরি
হারনো দিনের গানে
অশ্রুত মনে নেমে আসে অলকানন্দা..
তিমিরাবৃত্ত আত্মা
কুয়াশা ভেজা লজ্জাবতী ফুল, সিক্ত লতা
ছুয়ে দিলে
চুকে যায় গরিমা, আরক্ত ঠোঁটে ঝেঁকে বসে
রুক্ষ দিনের রূঢ়তা!..
ফিরি
হারনো দিনের গানে
অশ্রুত মনে নেমে আসে অলকানন্দা..
মন্তব্য প্রধান বন্ধ আছে।
ফিরি
হারনো দিনের গানে
অশ্রুত মনে নেমে আসে অলকানন্দা..