তোমায় দিলাম এক ঝাঁক ফুল ভালোবাসা

346AA

মন দেয়ালে রাখিয়ো টানিয়ে, দিলাম এক ঝাঁক ফুল ক্যানভাস
মন বাড়ীতে ছড়াক সে ফুলের সুভাস
তুমি মুগ্ধ হতে হতে হও সুখে মাতোয়ারা
ঠোঁট চুয়ে পড়ুক আজ প্রেমের ফোয়ারা।

মিষ্টি রঙ কসমস ফুলের মত মন হয়ে যাক আজ
নরম নরম, হাওয়ায় দোল খাওয়া মন তুলুক গলায় মিহি আওয়াজ
তুমি আবেগী হও, কও ভালোবাসার বুলি;
সে বুলি শোনে মনের শাখে আমার ফুটুক প্রেমের কলি।

অন্যরকম হয়ে যাও
গলা ছেড়ে আজ গান গাও;
মুগ্ধ হও একবার, তুলে দিলাম হাতে ফুল উপহার
ফুলগুলো মনে তোমার ছড়াক মুগ্ধতার রঙবাহার।

চোখের তারায় ফুলের জ্যোতি পড়ুক ছড়িয়ে
মুগ্ধতার সুখে তোমার দু’চোখ আসুক জড়িয়ে
তুমি স্বপ্নময় ঘুমে হও আচ্ছন্ন
আজ তুমি প্রেমী হও আমার জন্য।

বিনিময়ে বলো ভালোবাসি
চাইছি মনের তারে তারে বাজুক সুখ বাঁশি
সময় ফুরিয়ে গেলে কিছুই হবে না গো কিছুই হবে না
তুমি ফুল হলেও তখন ভ্রমর কথা কবে না।

এই নাও ধরো হাতে এক ঝাঁক ফুল
তোমার আমার ভুলগুলো হয়ে যাক ফুল
ফুলের কলিতে কলিতে এঁকে দিয়ো প্রেম চিহ্ন
আজ থেকে মন দু’জনার না থাকুক অভিন্ন।

.
(ক্যানন ডি৬০০, শালবনবিহার কুমিল্লা)

1 thought on “তোমায় দিলাম এক ঝাঁক ফুল ভালোবাসা

  1. এই নাও ধরো হাতে এক ঝাঁক ফুল
    তোমার আমার ভুলগুলো হয়ে যাক ফুল
    ফুলের কলিতে কলিতে এঁকে দিয়ো প্রেম চিহ্ন
    … আজ থেকে মন দু’জনার না থাকুক অভিন্ন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।