উড়ুক্কু বেলার গান

বারংবার আরশিতে মুখের মানচিত্র দেখি
সে যেনো এক স্বৈরশাসক!
যদিও চামড়ায় ভাঁজ পড়তে শুরু করেছে
তবুও কমেনি এতোটুকু তেজ!

পান থেকে চুন খসতে তবুও দেরি হয়
ইগোর পারদ সীমালঙ্ঘন করতে দেরি হয় না
আশেপাশে কতো বৃষ্টি হয় মুষলধার
বলতে পার, ইগোরা কেন এতো বড়সড় চামার?

এই জীবন কি তাহলে নিছকই খেলা
ইগো আর সুপার ইগোর জমজমাট মেলা
তবুও এভাবেই একদিন ফুরিয়ে যাবে
ইস্টিশনের এই উড়ুক্কু কালবেলা…?

3 thoughts on “উড়ুক্কু বেলার গান

  1. ইগো আর সুপার ইগোর জমজমাট মেলা
    তবুও এভাবেই একদিন ফুরিয়ে যাবে
    ইস্টিশনের এই উড়ুক্কু কালবেলা…? https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. ❝এই জীবন কি তাহলে নিছকই খেলা
    ইগো আর সুপার ইগোর জমজমাট মেলা❞

     

    ভালো লাগলো! 

মন্তব্য প্রধান বন্ধ আছে।