ওগো সুকন্যা

তুমি কোন দেবতা প্রেরিত ওগো সুকন্যা ?
সুরেলা গানে স্পর্শ করে যাও আমাদের শহর
এতদিন তোমায় বালিকা ভেবে অন্য এক
অপরাজিতা ফুলের সাথে সম্বচ্ছরের প্রেম।

এই যে তুমি ফুলের মত হেসে হেসে ওঠো,
নির্জনতার প্রহরে টুপটুপিয়ে চাঁদের আলোয়
নক্ষত্রদের জেগে ওঠা দেখতে অভ্যস্ত আমি
মধ্যরাত্রে মোমবাতি প্রহরে নেশা খুঁজে ফিরি।

জানো না কোনো সদ্যজাগা প্রহরে তোমায়
ছোঁব বলে তোমার ছবি কর্নিয়াতে গেঁথেছি?
আর সেই মুহূর্তেই একটি শুকতারা তোমায়
চোখ থেকে খুলে নিয়ে আলোয় ধুয়ে নিল।

জানলা দিয়ে হাত ছুঁয়ে যায় সোনা রোদ্দুর,
বিটপী শাখায় তোমার মুখটি যেন পদ্মফুল,
আনমনে তোমার ঠোঁটে আল্পনা এঁকে নি,
অবশিষ্ট রসটুকু চোখের পাতায় ছুঁয়ে দিই।

সুকন্যা, পাললিক শিল্পের শেষ প্রতিভাস
তোমার শরীরেই লিখে রাখবে আমার স্বপ্ন।
সাগর ছেঁচে পাওয়া যে মুক্ত, তোমার চুলে
কাঁটার সাথে জড়িয়ে নেব শেষবারের মত।

1 thought on “ওগো সুকন্যা

  1. সুকন্যা, পাললিক শিল্পের শেষ প্রতিভাস
    তোমার শরীরেই লিখে রাখবে আমার স্বপ্ন।
    সাগর ছেঁচে পাওয়া যে মুক্ত, তোমার চুলে
    কাঁটার সাথে জড়িয়ে নেব শেষবারের মত। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।