বুকে কাশি জমেছে বুঝি?

chh

বুকে জমেছে কফ তোমার, এক কাপ চা খাও
মাথায় ব্যথায় অস্থির এই যে চা নাও,
চা হলো এসব অসুখের বড়ি,
চুমুকে নাও শান্তি, ভাসাও সুখে জীবন তরী।

এমন হাসি খুশি ছাড়া
লাগে না পাগলপারা?
চুপচাপ এমন থাক যদি
দেহ মন হবে ব্যথার নদী।

এক কাপ চায়ের রইলো নিমন্তন্ন
মনটারে রেখো না ধুঁধু অরণ্য,
এবেলা ফুরফুরে কর মনের বাড়ি,
মুখটারে রেখো না জ্বলন্ত হাঁড়ি।

প্রজাপতি সময় যায় চলে ঐ
কিছু উচ্ছল সময় পেতে উতলা রই
চোখের কোণে বিষণ্ণতার বীজই বুনলে
জীবন হত বড্ড সুখের,তুমি মনের কথা শুনলে।

ঠান্ডা লেগেছে তোমার, কাশিতে ভেঙে যায় বুক
তবুও আমার জন্য অথবা চায়ের জন্য
রও না অপেক্ষায় উন্মুখ,
কেমন যেন তুমি নিরামিশি, হয়ে রো আদিম বন্য।

.
(স্যামসাং এস নাইন প্লাস, ঢাকা)

2 thoughts on “বুকে কাশি জমেছে বুঝি?

  1. বাহ সুন্দর কবি আপা 

    ভাল থাকবেন——–

  2. আমার জন্য অথবা চায়ের জন্য
    রও না অপেক্ষায় উন্মুখ,
    কেমন যেন তুমি নিরামিশি, হয়ে রো আদিম বন্য। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।