দান

বশীকরন মন্ত্র শিখেছিলে
সমর্পন জানোনি

অধঃপাতে যেতে যেতে
নিজেকে নিয়ে গেছো শেষপ্রান্তে
ভয়াবহ দাবদাহে পুড়ে গিয়ে দেখি
তুমি ক্ষমার অযোগ্য।

আজ কোন অনুতাপ নেই
নেই আক্ষেপ আর
হে পুরুষ, বহুবার মৃত্যু নেব
তবু তোমাকে নেবনা।

1 thought on “দান

  1. আজ কোন অনুতাপ নেই
    নেই আক্ষেপ আর
    হে পুরুষ, বহুবার মৃত্যু নেব
    তবু তোমাকে নেবনা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।