কদম পাপড়ি

কদম পাপড়ি ঝরা

কদম হেসেছিল বর্ষার কোণে
শাপলা বিলে ভেলা ভাসে- ভাসে
প্রাণচঞ্চল সাদা মেঘে ফাগ্লুনের লুকোচুরি।
আগুন যেনো সবুজপ্রান্তর দুর্বলা ঘাস
আইল পাথার আর থৈ থৈ খাল বিল
সবই আজ অম্লান কদম পাপড়ির ঘ্রাণ,
কৃষ্ণচূড়া রাস্তার মোড়ে রাঙা উঠন
তবু একাকার যত সব রূপালি সোনালি
স্মৃতিময় কদম চোখ- এখন আর কদম ছুঁয়া
হয় না- ছুড়াছুড়ি, অন্তরে কদম পাপড়ি।

০৪ আষাঢ় ১৪২৯, ১৮ জুন ২৩

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

4 thoughts on “কদম পাপড়ি

  1. একাকার যত সব রূপালি সোনালি
    স্মৃতিময় কদম চোখ- এখন আর কদম ছুঁয়া
    হয় না- ছুড়াছুড়ি, অন্তরে কদম পাপড়ি।
    https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. অনেক অনেক কদম ফুলের শুভেচ্ছা রইল

      কবি মুরুব্বী দা

      ভাল ও সুস্থ থাকবেন—–

  2. অনিন্দ্য সুন্দর অনুভূতি ও উপলব্ধির প্রকাশ। শুভকামনা অবিরাম।

    1. অনেক অনেক কদম ফুলের শুভেচ্ছা রইল

      কবি মহী দা

      ভাল ও সুস্থ থাকবেন—–

মন্তব্য প্রধান বন্ধ আছে।