কদম হেসেছিল বর্ষার কোণে
শাপলা বিলে ভেলা ভাসে- ভাসে
প্রাণচঞ্চল সাদা মেঘে ফাগ্লুনের লুকোচুরি।
আগুন যেনো সবুজপ্রান্তর দুর্বলা ঘাস
আইল পাথার আর থৈ থৈ খাল বিল
সবই আজ অম্লান কদম পাপড়ির ঘ্রাণ,
কৃষ্ণচূড়া রাস্তার মোড়ে রাঙা উঠন
তবু একাকার যত সব রূপালি সোনালি
স্মৃতিময় কদম চোখ- এখন আর কদম ছুঁয়া
হয় না- ছুড়াছুড়ি, অন্তরে কদম পাপড়ি।
০৪ আষাঢ় ১৪২৯, ১৮ জুন ২৩
একাকার যত সব রূপালি সোনালি
স্মৃতিময় কদম চোখ- এখন আর কদম ছুঁয়া
হয় না- ছুড়াছুড়ি, অন্তরে কদম পাপড়ি।
অনেক অনেক কদম ফুলের শুভেচ্ছা রইল
কবি মুরুব্বী দা
ভাল ও সুস্থ থাকবেন—–
অনিন্দ্য সুন্দর অনুভূতি ও উপলব্ধির প্রকাশ। শুভকামনা অবিরাম।
অনেক অনেক কদম ফুলের শুভেচ্ছা রইল
কবি মহী দা
ভাল ও সুস্থ থাকবেন—–