যত্নে থেকো

dau

তুমি ভালো থেকো
ভালো থাকার সমস্ত উপকরণ থাকুক তোমার,
আমার সারি বদ্ধ কষ্ট গুলো স্পর্শ না করুক
তুমি নিজেকে সযত্নে আগলে রেখো;

তুমি তৃপ্ত হও
তৃপ্তির যাবতীয় আয়োজন সু সম্পন্ন হোক।
আমার ক্ষত বিক্ষত-
বুকের দগদগে ঘা তোমাকে মর্মাহত না করুক;
তুমি মুখ ফিরিয়ে রাখো!

অসূয়া চোখে দেখিনি তোমাকে
অশুচ হাতে ছুঁইনি
ফণিমনসার নীল বিষে নিজেকে তৃপ্ত করেছি
ঐ দেখো……
মৃত্যু তেড়ে আসছে এই দিকে!

এবার রুখবে কে?
বাধ্যগত প্রস্থান থেকে

তুমি ভালো থেকো,
ভালোর দেয়ালে নিজেকে আগলে রেখো।

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

1 thought on “যত্নে থেকো

  1. তুমি ভালো থেকো,
    ভালোর দেয়ালে নিজেকে আগলে রেখো। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।