কঠিন আর সহজ
কখন যে একাকার হয়ে বসে
মনে ভাবা মুশকিল;
নিয়ম আর অনিয়ম চমৎকার
খেলা হচ্ছে শুধু শুধু!
আমাদের উঠন জুড়ে-ফসলি
মাঠ বড় অভাগা বৈকাল
মনে আনন্দ নেই যেনো শ্মশান
তবু ধৈর্য দেখা যাক-
সময়ের চাকা কোন দিকে যায়;
এক অভাগা বৈকাল।
১১ আষাঢ় ১৪২৯, ২৫ জুন ২৩
চমৎকার শব্দের নৈপুণ্যে মুগ্ধতা
সৌহার্দ্যপূর্ণ মনোমুগ্ধকর প্রকাশ
আগাম ঈদের শুভেচ্ছা রইল
কবি মহী দা
ভাল ও সুস্থ থাকবেন
মনে আনন্দ নেই যেনো শ্মশান
তবু ধৈর্য দেখা যাক-
সময়ের চাকা কোন দিকে যায়;
এক অভাগা বৈকাল।
আগাম ঈদের শুভেচ্ছা রইল
মুরুব্বী দা ভাল থাকবেন
দেখা হতে পারে