যদি বলি জীবনের গল্প
হবে নাতো বলা শেষ
কিছু রয়েই যাবে,
যদি শুরু করি লেখা
কাগজ ফোরাবে হবেনা শেষ
কলমের কালিও ফোরাবে।
তবুও থেকে যাবে কিছু-না-কিছু
কথা আর জীবনের গল্প
মানুষের কাছে অজানা,
হবেনা বলা আর লেখা
হবেনা গাওয়া জীবনের গান
মনের কামনা বাসনা!
যদি বলি জীবনের গল্প
হবে নাতো বলা শেষ
কিছু রয়েই যাবে,
যদি শুরু করি লেখা
কাগজ ফোরাবে হবেনা শেষ
কলমের কালিও ফোরাবে।
তবুও থেকে যাবে কিছু-না-কিছু
কথা আর জীবনের গল্প
মানুষের কাছে অজানা,
হবেনা বলা আর লেখা
হবেনা গাওয়া জীবনের গান
মনের কামনা বাসনা!
মন্তব্য প্রধান বন্ধ আছে।
তবুও থেকে যাবে কিছু-না-কিছু
কথা আর জীবনের গল্প …
সুন্দর মন্তব্যটি জন্যে ধন্যবাদ জানাচ্ছি, প্রিয় দাদা।
খুব সুন্দর স্মৃতিময় প্রকাশ কবি দা
ভাল থাকবেন——-
চমৎকার অনুভুতির প্রকাশ