শান্তির পায়রা হবি আমার

choo

তুই কি হবি শান্তির পায়রা
বসবি এসে মনের শাখে
দিবি সাড়া সকাল সাঝে
তুই কি পায়রা আমার ডাকে?

মনের বাড়ী বিষণ্ণতা
উড়ে নিত্যা বৈরী হাওয়া
একটু শান্তি আসবি নিয়ে
এটুক ছিল আমার চাওয়া।

হবি নাকি পায়রা আমার
মনের শাখে খাবি কি দোল
তোর ডানাতে নিয়ে উড়বি
হেথায় সেথায় ভুলে বেভোল?

সাদা পায়রা শান্তির প্রতীক
আমার শান্তি যা হয়ে যায়
একটুখানি স্বস্তি দিতে
আমার পাশে যা রয়ে যা।

উড়বি ঘুরবি মন আকাশে
স্বাধীন পাখি ইচ্ছে মতন
তোকে নিয়ে স্বপ্ন হাজার
পুষবো না হয় বুকে যতন।

একটি শাখে দুটি পাখি
আমিও কি হবো পায়রা
দে পরিয়ে এসে না হয়
মাথায় আমার প্রেমের টায়রা।

তুই কি হবি শান্তির পায়রা
মনের শাখে বসবি এসে
আমায় নিয়ে দূর কোথাও
ডানায় করে যাবি ভেসে?

1 thought on “শান্তির পায়রা হবি আমার

  1. তুই কি হবি শান্তির পায়রা
    মনের শাখে বসবি এসে
    আমায় নিয়ে দূর কোথাও
    ডানায় করে যাবি ভেসে? https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।