কবিতায় জেগে উঠি

আজকাল নিজের থেকে নিজেই যখন পালিয়ে বেড়াই
তখন দেখি হাঁচি লুকানোর মত জায়গাও নেই..
অথচ সবকিছু আগে যেমন ছিল, এখনো সেই!

তবুও শুন্যতা দিয়ে শুন্যতা ভরাই…
তেলাপোকার মতো নিজেকে সান্ত্বনা দিই
নিজেকে ছাড়া আমি আর কাকে ডরাই!

তথাপি মাঝে-মধ্যে কবিতায় জেগে উঠি
রাতদুপুরে নিজেই চেপে ধরি নিজের টুটি!
তখন অভিধানের সব অপয়া শব্দেরা হাসে
তবে কি
ওরাই কেবল এই আমাকে ভালোবাসে?

2 thoughts on “কবিতায় জেগে উঠি

  1. অভিধানের সব অপয়া শব্দেরা হাসে
    তবে কি
    ওরাই কেবল এই আমাকে ভালোবাসে? https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. দারুন শব্দ চয়ন। খুব ভালো লাগলো।শুভকামনা নিরন্তর।

মন্তব্য প্রধান বন্ধ আছে।