সৌহার্দ্য সম্প্রীতিতে মুখরিত থাক শব্দনীড়। থাকুক সর্বজনীনতা; থাক মুক্ত বাক্ স্বাধীনতার অনন্য একটি মঞ্চ যেখানে অনালোকিত নক্ষত্ররা হাতে হাতে রেখে তৈরী করবে ছায়াপথ … এই আকাঙ্ক্ষাকে সামনে রেখে শব্দনীড়ের পথচলা শুরু।
দীর্ঘ এক যুগেরও বেশী সময় শব্দনীড় আপনাদের পাশে থাকতে চেয়েছে এবং থেকেছে। অতঃপর দিনদিন পাঠক সংখ্য, ব্লগার সংখ্যা, মতামতের অনুপাত; ক্রমহারে হ্রাস পেতে থাকায় শব্দনীড় আর অন্তর্জালে থাকবে কিনা অথবা রাখা সম্ভব কিনা সেই প্রশ্নের দরোজায় বিনা বাক্যে দাঁড়িয়ে যায়।
চলতি প্লাটফর্মটি কয়েকজন সু হৃদের শাব্দিক আশ্বাসের ভিত্তিতে চালু হয়। পারস্পরিক সম্পর্ক বা আর্থিক বিষয়টি নিয়মিত না থাকলে এই সাইট কতদিন চালু রাখা সম্ভব সেই প্রশ্নটিও নিরব ছিলো। সকল আশ্বাস এবং নিয়মিত বা অনিয়মিত সহযোগিতা যখন ধীরে ধীরে শূন্যের কোঠায় পৌঁছায় তখন একজন সুহৃদ ব্লগের হাল ধরলে শব্দনীড় তার পথচলা দিনে/দুর্দিনে সুগম রাখতে পেরেছে।
প্রিয় ব্লগার এবং লেখকবন্ধু।
শব্দনীড় আজ বাস্তব এক দিনক্ষণের মুখোমুখি। বন্ধ করে দিতে হচ্ছে শব্দনীড়কে।
আগামী ২০শে সেপ্টেম্বর ২০২৩।
এর মধ্যে আপনার মূল্যবান লেখার অনুলিপি সংরক্ষণ করুন।
আপনারাই আমাদের বিকল্প এবং সর্বদা আমরা পরস্পর একে অন্যের পরিপূরক। আপনাদের ঐকান্তিক অংশগ্রহণে শব্দনীড় আজীবন কৃতজ্ঞ।
পরিশেষে সকলের প্রতি আমার হার্দিক কৃতজ্ঞতা। ভালো থাকুন। আনন্দে থাকুন। ধন্যবাদ। সবার জন্য শুভকামনা।
এক নজরে ব্লগ পরিসংখ্যান :
* নিবন্ধিত ব্যবহারকারী সংখ্যা : ৪০৮ জন।
* পোস্ট সংখ্যা : ১৫,৮৫০ টি।
* মন্তব্য সংখ্যা : ৯১,৮২৬ টি।
দুঃখ করা ছাড়া আর কিছুই করার নেই, দাদা। সত্যি দুঃখজনক!
খুবই দুঃখজনক!
একটি সাহিত্য প্লাটফর্ম বাঁচিয়ে রাখার মতো কেউ এগিয়ে আসলোনা অথচ কত টাকা কারনে অকারনে লুট হয়ে দেশের বাহীরে চলে যাচ্ছে …
অথচ কত আমলা, কত কর্তা রা এখন সাহিত্য চর্চা করে নিয়মিত …