যখন দীর্ঘশ্বাস উ‌ঠে বু‌কে

ch

‌বিশাল আকা‌শে তাকাই যখন দীর্ঘশ্বাস আট‌কে থা‌কে বু‌কে
‌ছোট ছোট মে‌ঘেরা এ‌সে দাঁড়ায় চো‌খের সম্মু‌খে
‌নিঃশ্বাস ছে‌ড়ে ভা‌বি….. কী আর করার আ‌ছে আমার
আকাশ‌কে জানাই অ‌ভি‌যোগ, কেন রে আকাশ
আমার বু‌কে ক‌ষ্টের খামার…

আকাশ আমায় ভা‌লো রা‌খে, সুখ পাই অনায়া‌সে
ভুল‌তে ক‌‌রি চেষ্টা
ম‌নে জাগাই ভা‌লো থাকার তেষ্টা
কাটা‌তে চাই না ছোট জীবন কেবল আয়া‌সে।

আকা‌শে ‌চোখ রা‌খি তাক
‌কেন ‌যে মন আকা‌শে দু‌র্বিপাক
ভা‌লো থাক‌তে চাই তবুও বিষণ্ণতা এ‌সে ধ‌রে ঝে‌ঁকে
আ‌মি চাই না কা‌লো মেঘ নেই ম‌নে মে‌খে।

চাই মন আকা‌শে ‌রোদ্দুর জ্বলুক ঝলম‌লি‌য়ে
সময় কেন আমায় রা‌খে না কষ্ট ভু‌লি‌য়ে
কান্না চো‌খে রা‌খি, ঠো‌ঁটে রা‌খি রাগ
জ্ব‌লে না আর মন দেয়া‌‌লে সু‌খের চেরাগ।

মন আকা‌শে কেবল কা‌লো মেঘ’রাই উ‌ড়ে
আর ম‌নের উচ্ছলতা যায় দূ‌রে
চাই শুভ্র মে‌ঘের মত মন থাকুক পুত প‌বিত্র,
এখা‌নে কেউ নেই আমার, কেউ নয় যেন মিত্র।

বুকটা লা‌গে ফাঁকা, যেমন মেঘহীন আকাশ
ফাঁকা বু‌কে জমা হয় মুহুর্মূহু দীর্ঘশ্বাস
‌বিষণ্ণ মে‌ঘের মত মন আজ
‌সেখা‌নে নেই আজ সু‌খের আওয়াজ।

.
(স‌্যামসাং এস নাইন প্লাস, ঢাকা)

1 thought on “যখন দীর্ঘশ্বাস উ‌ঠে বু‌কে

  1. চাই শুভ্র মে‌ঘের মত মন থাকুক পুত প‌বিত্র,
    এখা‌নে কেউ নেই আমার, কেউ নয় যেন মিত্র। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।