নগর জীবন

ইট কংক্রিট এই নগরে
কোথায়ও ছায়া নেই!
প্রাচীরের দেয়ালে
উর্বরতা নেই!

পিচঢালা পথে
সবুজের হাতছানি নেই!

সূর্যোদয়ে
পাখির কিচির-মিচির নেই!
পূর্বালী বাতাশ নেই!

শূন্যের দিকে চেয়ে চেয়ে
কত দিন কেটে যায়
রাতের চন্দ্রালোকে

মেঘের আড়ালে চাঁদ
নক্ষত্রের লুকাচুরি
হিসাবের খাতা খুলে।

যাপিত জীবন
কেটে যায়
নিয়তির নিয়মে।

শান্ত চৌধুরী সম্পর্কে

নিঃসঙ্গতা যখন ঠুকরে খায় দুমড়ে মুচড়ে কাবু করে দেহের বাহীর ভিতর প্রবল সংজ্ঞাহীন অবগাহন। ১ সেপ্টেম্বর, ১৭ ভাদ্র বাংলা ( জন্ম তারিখ )।

1 thought on “নগর জীবন

  1. মেঘের আড়ালে চাঁদ
    নক্ষত্রের লুকাচুরি
    হিসাবের খাতা খুলে।

    যাপিত জীবন
    কেটে যায়
    নিয়তির নিয়মে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    ___________________________

    আগামী ২০শে সেপ্টেম্বর ২০২৩
    এর মধ্যে আপনার মূল্যবান লেখার অনুলিপি সংরক্ষণ করুন।

    শব্দনীড় ব্লগ বন্ধ হবে … আপনার লেখার অনুলিপি নিন।

মন্তব্য প্রধান বন্ধ আছে।