কত অচেনা পথ হয়ে যায় চেনা

chh

চেনাপথগুলো ছেড়ে আসি, সে পথ হয় অচেনা
হয় না সেই পথে হেটে আর মুগ্ধতা কেনা;
অচেনা পথ হয় চেনা হাটলে জীবনের বাকে বাকে
ভিড় জমায় মনে নতুন মুগ্ধতারা ঝাকে ঝাকে।

চেনা পথ অচেনা হয়, তুমিও কি আমার অচেনা পথ
হয়নি চেনা তোমাকে আর,
হলো না আর নেয়া ভালো থাকার শপথ
তোমার আমার সম্পর্কটা হয়ে ওঠলো না মায়ার।

তুমি আমার অচেনা পথ, আমিও হইনি চেনা তোমার
কেউ কাউকে বলতে পারিনি, ভালোবাসি বেশুমার;
কেমন যেন সময় আমাদের সম্পর্ক করতে থাকলো বিচ্ছিন্ন
আমরা তবুও হাঁটি অচেনা পথ ধরে, পাশে আছি, মন ভিন্ন।

কোথায় হারালাম, কেন এমন হলো, হলো না কেউ কাউকে চেনা
তুমিও হতাশায় নিমজ্জিত, সত্যল? বলবেনা?
হাসিহীন তুমি থেকে যাও একাকি
ভেবে দেখো সময় কতটুকু আর বাকি।

দুজনার পথ দুটো, অথচ একই পথে হাটি তবু
আমরা বিষণ্ণতা কুড়িয়ে অসুস্থ করে রাখি মনের বিভু।
সমঝোতায় হলো না আর সংসার পাতা
আমাদের জীবন নামায় বিষাদের কাব্যরগাথা।

দীর্ঘশ্বাসের লহর ছড়িয়ে দিই অচেনা পথে হেটে হেটে
কেউ আর দেখি না কারো মন ঘেটে
চুপ কথার রাজ্যে হারিয়ে আমরা সুখ খুজি
কখনো মন ব্যেথায় ডুবে গেলে আলগোছে একাকিত্বের বুকে মুখ গুজি।

.
এই মেঘ এই রোদ্দুর দীর্ঘশ্বাস

1 thought on “কত অচেনা পথ হয়ে যায় চেনা

  1. চুপ কথার রাজ্যে হারিয়ে আমরা সুখ খুজি
    কখনো মন ব্যথায় ডুবে গেলে আলগোছে একাকিত্বের বুকে মুখ গুজি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।