আগামীকাল দাবী আদায়ের হরতাল

কবি জিয়া রায়হান এর একটি ভালোলাগা কবিতা আপনাদের সাথে শেয়ার করলাম।

আজ আমি মিছিলে যাবো
আগামীকাল দাবী আদায়ের হরতাল।

সবুজ ঘেরা নির্জনে কাল এসোনা তুমি প্রিয়,
টি.এস.সি কিম্বা পাবলিক লাইব্রেরী কোথাও
আমাকে খুঁজে পাবেনা তুমি, কারণ
আজ আমি মিছিলে যাবো
আগামীকাল দাবী আদায়ের হরতাল।

জানি খুঁজে খুঁজে ক্লান্ত হবে তুমি
ক্লান্ত হবে তোমার দু’টি পা
তবু বলতে পারছিনা আমার ঠিকানা।

যদি আগামীকাল আমাকে পেতে চাও
যদি আমার কাছে আসতেই চাও- তবে,
তবে জেনে নিও আমার অবস্থান
চলন্ত ট্রাক, সশস্ত্র পুলিশ কিম্বা গোপন অস্ত্রের কাছে
ওরাই শুধু বলতে পারে- আগামীকাল
আমি কোথায় কেমন থাকবো কিম্বা আদৌ থাকবো কিনা।

যদি তাদের খুঁজে না পাও
যদি চিনতে না পারো মুখোশে ঢাকা মুখ
তাহলে খোঁজ নিও হাসপাতালে
সেখানে আমার আহত দেহ পাবে,
খোঁজ নিও জেল- হাজতে
সেখানে আমার অবরুদ্ধ বাহু পাবে।

তারপরেও যদি খুঁজে না পাও, তবে
শেষ খোঁজটুকু নিও লাশ কাটা ঘরে
সেখানে আমার প্রাণহীন শীতল দেহ পাবে।

তুমি যদি আমার কাছে আসতেই চাও
তবে আর একটি নতুন হরতালের জন্ম দিয়ে
ফিরে এসো আমার পাশে
হাসপাতালে জেল- হাজতে কিম্বা লাশকাটা ঘরে।

আজ আমি মিছিলে যাবোই
আগামীকাল দাবী আদায়ের হরতাল।

মুরুব্বী সম্পর্কে

আমি আজাদ কাশ্মীর জামান। আছি মুরুব্বী নামের অন্তরালে। কবিতা পড়ি, কবিতা লিখার চেষ্টা করি। ভেতরে আছে বাউল মন। খুঁজে ফিরি তাকে। জানা হয়নি এখনো। ঘুরতে ঘুরতে আজ পৃথিবীর স্বর্গে। এখানেই পরিচয় হয়েছিলো, কবিতা পাগল এক মানুষের সংগে। নাম জিয়া রায়হান। যার কিছু শব্দকথা, এ্যাতোদিন ভরেছে আমার পাতা। উথাল পাথাল হাওয়া, হৃদয়ে জাগালো দোলা পেলাম কিছু সমমনা মানুষের দ্যাখা। দিনভর আর রাতভর শুধু কবিতায় গেলো বেলা। সব ছেড়েছি- সব পেয়েছি- ভুলতে পারিনি শুধু কবিতার অশ্রুসজল চোখ। ভালো লাগা থেকেই দু’ একটা শব্দ সাজাবার চেষ্টা করি। মাতাল বৃষ্টিতে ভিজে ভিজে মাটির কলসে, তবলার ধ্বণী তুলে গাইতে পারি বেসুরো গান- সুর নামের অন্তরালে। ভালোলাগে পোষা কবুতরের পালক ললাটে ছোঁয়াতে। ফুল থেকে রং নিয়ে, খেলি হোলিখেলা, হৃদয়ের উঠোনে। আজ তারি ধমকে এলাম স্বরূপে- স্বকথায় ভরাবো পাতা।   hits counter