দেলাওয়ার হোসাইন সাঈদী’র মৃত্যুদণ্ড এবং ফেসবুক বন্ধ !!

সকাল এ ফেসবুক এ ঢুকতে সমস্যা হয়েছিলো।
কয়েকটা প্রশ্ন করলো: আমি কোন বিখ্যাত কে ফ্রেন্ড রিকোয়েস্ট করেছি কিনা।
করে থাকলে তাহলে ক্যানসেল করো … ইত্যাদি বিষয়ক নাকে খত।

পরিশেষে না না টিক বক্সে চেক মার্ক আনচেক করে ঢুকেছি।
এখন আর ফেসবুক পাচ্ছি না।

দেখুন তো আপনাদেরও কি একই সমস্যা হচ্ছে নাকি কেবল আমারই।

এই মাত্র সংবাদ পেলাম যারা মোবাইল থেকে ফেসবুকে লগিন করে আছেন তারা ফেসবুক দেখতে পাচ্ছেন। বিভিন্ন জায়গায় ডিস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

নেট গতি নিয়ন্ত্রণ করা হচ্ছে।
আবার কি আমরা কোন অন্ধকার যুগে প্রবেশ করতে যাচ্ছি !!

আপনারা যারা মজিলা ফায়ারফক্স ব্যবহার করছেন –
তাঁরা এই এড অন্স ব্যবহার করে ফেসবুক দেখতে পারেন। এখানে ক্লিক করুন।

addon টি আপনার ব্রাউজারে ইনস্টল করে নিন। এড্রেস বারের হাতের ডানে একটি এ্যারো দেখতে পারবেন। মাউস কার্সার দিয়ে এনাবল করে দিন।

ব্রেকিং নিউজ
মানবতা বিরোধী অপরাধের দায়ে – দেলাওয়ার হোসাইন সাঈদী’কে
মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল -১
২০টি অভিযোগের মধ্যে ৮ টি অপরাধ প্রমাণিত।

মুরুব্বী সম্পর্কে

আমি আজাদ কাশ্মীর জামান। আছি মুরুব্বী নামের অন্তরালে। কবিতা পড়ি, কবিতা লিখার চেষ্টা করি। ভেতরে আছে বাউল মন। খুঁজে ফিরি তাকে। জানা হয়নি এখনো। ঘুরতে ঘুরতে আজ পৃথিবীর স্বর্গে। এখানেই পরিচয় হয়েছিলো, কবিতা পাগল এক মানুষের সংগে। নাম জিয়া রায়হান। যার কিছু শব্দকথা, এ্যাতোদিন ভরেছে আমার পাতা। উথাল পাথাল হাওয়া, হৃদয়ে জাগালো দোলা পেলাম কিছু সমমনা মানুষের দ্যাখা। দিনভর আর রাতভর শুধু কবিতায় গেলো বেলা। সব ছেড়েছি- সব পেয়েছি- ভুলতে পারিনি শুধু কবিতার অশ্রুসজল চোখ। ভালো লাগা থেকেই দু’ একটা শব্দ সাজাবার চেষ্টা করি। মাতাল বৃষ্টিতে ভিজে ভিজে মাটির কলসে, তবলার ধ্বণী তুলে গাইতে পারি বেসুরো গান- সুর নামের অন্তরালে। ভালোলাগে পোষা কবুতরের পালক ললাটে ছোঁয়াতে। ফুল থেকে রং নিয়ে, খেলি হোলিখেলা, হৃদয়ের উঠোনে। আজ তারি ধমকে এলাম স্বরূপে- স্বকথায় ভরাবো পাতা।   hits counter