বলবো: জাগো

Wildfloweraa

অহেতুক অকারণ
আমার উপর রেগে থাকলে বলবো-
ভুল সিদ্ধান্ত।
চড়া কন্ঠে আমার কথা
তোমার কাছে মন্দ শোনালেও
বিবেকে হলুদ সংকতে দেয়না
বলেছিলাম ঈশ্বরকে ডাকো।

তোমার গন্ডীর সীমা তোমারই মত
দায়িত্ব, সমস্যা, অভিজ্ঞতা সবই সুক্ষ;
আমার অবস্থান-বৃত্ত
খানিকটা আমারই মত।
আমার অনিচ্ছের অনুপস্থিতি
উপেক্ষা করা যায়।

হৃদয়ের কষ্ট প্রশ্রয় দিতে নেই
আগামীর সমস্যা জানবে দুয়ারে।
তোমার সমস্যা নেই
আছে স্বেচ্ছাচারী উগ্র প্রবনতা
অসচেতনতাই যার উপাদেয়।
যা সহজ এবং সম্ভব,
সেখানেই তোমার নিদারুন অনাগ্রহ।

নির্ভরশীলতা- মন্দ অভ্যাস
শীতের চাদররে মতো
যা তোমাকে জড়িয়ে থাকে আদিনমান।
ঘুমিয়ে থেকোনা……….. জেগে ওঠো।

Wildfloweraaa

মুরুব্বী সম্পর্কে

আমি আজাদ কাশ্মীর জামান। আছি মুরুব্বী নামের অন্তরালে। কবিতা পড়ি, কবিতা লিখার চেষ্টা করি। ভেতরে আছে বাউল মন। খুঁজে ফিরি তাকে। জানা হয়নি এখনো। ঘুরতে ঘুরতে আজ পৃথিবীর স্বর্গে। এখানেই পরিচয় হয়েছিলো, কবিতা পাগল এক মানুষের সংগে। নাম জিয়া রায়হান। যার কিছু শব্দকথা, এ্যাতোদিন ভরেছে আমার পাতা। উথাল পাথাল হাওয়া, হৃদয়ে জাগালো দোলা পেলাম কিছু সমমনা মানুষের দ্যাখা। দিনভর আর রাতভর শুধু কবিতায় গেলো বেলা। সব ছেড়েছি- সব পেয়েছি- ভুলতে পারিনি শুধু কবিতার অশ্রুসজল চোখ। ভালো লাগা থেকেই দু’ একটা শব্দ সাজাবার চেষ্টা করি। মাতাল বৃষ্টিতে ভিজে ভিজে মাটির কলসে, তবলার ধ্বণী তুলে গাইতে পারি বেসুরো গান- সুর নামের অন্তরালে। ভালোলাগে পোষা কবুতরের পালক ললাটে ছোঁয়াতে। ফুল থেকে রং নিয়ে, খেলি হোলিখেলা, হৃদয়ের উঠোনে। আজ তারি ধমকে এলাম স্বরূপে- স্বকথায় ভরাবো পাতা।   hits counter