অহেতুক অকারণ
আমার উপর রেগে থাকলে বলবো-
ভুল সিদ্ধান্ত।
চড়া কন্ঠে আমার কথা
তোমার কাছে মন্দ শোনালেও
বিবেকে হলুদ সংকতে দেয়না
বলেছিলাম ঈশ্বরকে ডাকো।
তোমার গন্ডীর সীমা তোমারই মত
দায়িত্ব, সমস্যা, অভিজ্ঞতা সবই সুক্ষ;
আমার অবস্থান-বৃত্ত
খানিকটা আমারই মত।
আমার অনিচ্ছের অনুপস্থিতি
উপেক্ষা করা যায়।
হৃদয়ের কষ্ট প্রশ্রয় দিতে নেই
আগামীর সমস্যা জানবে দুয়ারে।
তোমার সমস্যা নেই
আছে স্বেচ্ছাচারী উগ্র প্রবনতা
অসচেতনতাই যার উপাদেয়।
যা সহজ এবং সম্ভব,
সেখানেই তোমার নিদারুন অনাগ্রহ।
নির্ভরশীলতা- মন্দ অভ্যাস
শীতের চাদররে মতো
যা তোমাকে জড়িয়ে থাকে আদিনমান।
ঘুমিয়ে থেকোনা……….. জেগে ওঠো।