মেঘের পরে আলোর ভীড়ে
বুঝতে দাওনি কেনো আমাকে
সাজিয়েছো যা হৃদয়ে,
ছায়া হয়ে ছিলে পাশে
বলো কি করে যাবো তোমায় রেখে
মেঘের পরে আলোর ভীড়ে।
তুমি-ই প্রথম চেয়েছিলে
বুঝিনি আমি তোমাকে দেখে
রেখেছো যে কতো মায়াতে।।
বুঝিনি এতোটুকু তোমাকে
হারিয়েছিলাম স্বপ্নের ঘোরে,
কতোটা পথ ঘুরে এসেছি
তুমি বন্ধু আমার ছিলে পাশে
মেঘের পরে আলোর ভীড়ে।
তুমি-ই প্রথম চেয়েছিলে
বুঝিনি আমি তোমাকে দেখে
রেখেছো যে কতো মায়াতে।।
ভালোবাসার কথাটা এত কেন বলো তুমি? আমি মাঝে মাঝে ভুল করি – অবচেতন মনে বিশ্বাস করেই ফেলি – তুমি বোধ হয় সত্যিই – ভালোবাসো আমায় …।। সে আমাদের প্রিয় ব্লগার ডাঃ তৈয়বা। আজ শুভ জন্মদিন।
জীবনের কর্মে এবং সাফল্যে থাকুন বেঁচে। আমাদের সকলের শুভেচ্ছা ভালোবাসা সর্বোপরি শুভকামনা সব সময়ে থাকবে আপনার জন্য। শুভ ব্লগিং।