জীবন
জীবনকে একবার চুম্বন করে দেখতে চেয়েছি
একবার ভেবেছি মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে
শিখে নেবো মন্ত্রপাঠ; মোহনীয় সঙ্গীত!
একবার তোমাকে ছুঁয়ে, জীবনকে ছুঁয়ে
দেখতে চেয়েছি!
একবার দেয়ালের লাল পোস্টারে সেঁটে হৃৎপিণ্ড
দেখতে চেয়েছি কতোটা ক্ষত-বিক্ষত হতে পারি!
নগরের বিষাক্ত বাতাসে কতোটা মৃত্যুর ঘ্রাণ
ছড়িয়ে কতোটা উল্লাসে মেতে উঠতে পারে,
নাগরিক সম্প্রদায়! বিনীত ভদ্র মহোদয়গণ!
পরষ্পর -০১
অতঃপর-
আলিঙ্গনাবদ্ধ চুম্বনে একটি শিশু আত্মার জন্ম হোল
আমরা একটি অভিমুখে ধাবিত হতে থাকলাম!
একটি আলিঙ্গনের রাতে, একটি চুম্বনের শব্দে,
একটি উষ্ণতর মুহূর্তে পরষ্পর
পরস্পরে গলে যেতে থাকলাম;
বাতাস গর্জে উঠলো; আকাশ বৈরি হলো
আমরা মিশে যেতে থাকলাম;
রাতগুলো-
আরো ঘনিষ্ট শব্দে, ক্রমশ: গভীর হতে থাকলো!
উচ্চারণগুলো লিখে দাও জলের ভেতর তুমুল শব্দ তুলে! ফাগুন আগুন হলে; শিমুলের বন হোক আরো লাল! উত্তপ্ত পুকুর জুড়ে হোক উষ্ণ আয়োজন! শুভ্র দেহখানি দেহতে ভাসাও! ঠোঁট যদি নেমে আসে ঠোঁটের নিকট, এস তবে শিখি আজ দৈহিক পাঠ! ত্বকের ভেতর ত্বক, এস রেখে আজ, ভাঁজের শস্য বুনি, ডাকে ফসলের মাঠ! কবিতা একদিন ভীষণ আহত ছিল; যেন গভীর কোন জঙ্গলে ডানা ভাঙ্গা আহত পাখিটির মতো; শাদা বকটির মতো! যেন সমুদ্রের পাড়ে পড়ে থাকা আহত মাছটির মতো! প্রবল বর্ষণে উদ্ভ্রান্ত পাখির মতো; তার নীড়ের মতো! সে আমাদের প্রিয় ব্লগার সুমন আহমেদ। আজ তাঁর শুভ জন্মদিন।
জীবনের কর্মে এবং সাফল্যে থাকুন বেঁচে। আমাদের সকলের শুভেচ্ছা ভালোবাসা সর্বোপরি শুভকামনা সব সময়ে থাকবে আপনার জন্য। শুভ ব্লগিং।