স্বপ্নের বীজ বপন করলাম ভালোবাসার মৃত্তিকায়।
প্রত্যাখ্যান করলো মৃত্তিকা।
বপন করে টের পেলাম ভুল মাটি স্পর্শ করেছি আমি।
মনের দু’কূল ভেসে যাচ্ছে কান্নার শব্দে।
মনে হলো এই জীবনটাই শেষ বিন্দুতে এসে ঠেকেছে;
এই বুঝি আয়োজন করতে হলো অনন্তে যাত্রার।
না, কদিন পর টের পেলাম সব সফেদ।
মনে বেজে ওঠেনা কান্নার শব্দ;
প্রথম টের পাওয়া নীলকষ্টের উর্মিমালা।
এক সময় কোথায় যেন মিলিয়ে গেলো।
শুধু একটা গন্ধ রয়ে গেলো;
ভুল মৃত্তিকার গন্ধ।