শীতের সনেটে ঝরে আষাঢ়ের বৃষ্টি
পথ করে দিলো প্রলয়ের পথ সৃষ্টি
ধুয়ে ভেসে যায় অম্ল- মধুর কৃষ্টি।
ক্ষারের প্রভাবে মুমূর্ষু ঘিলু- মজ্জা
মুখোশ এখানে অভিনন্দিত সজ্জা
এভিনিউ জুড়ে হাঁটে অশ্লীল লজ্জা।
গাঢ়তর এক ঝড়- ঝঞ্ঝার রাত্রে
লুসিফার আসে কানা গলি- খুঁজি হাতড়ে
বুড়ো আংলার ধন জমা ভুল পাত্রে।
নির্জনতার শরীর প্রশ্নবিদ্ধ
ঘড়েগর ধারে কাপালিক সমৃদ্ধ
উপনিষদের শ্লোক নিপাতনে সিদ্ধ।