স্পর্শহীন অনুভূতি-এর ব্লগ : বিচ্ছিন্ন অনুভূতি

মি. স্পর্শহীন অনুভূতি‘কে চলতি শব্দনীড় এ নিবন্ধন করার আহবান জানাচ্ছি।
অস্থায়ী ব্লগে তাঁর শেষ লিখাটি প্রদায়ক হিসেবে আমি স্বেচ্ছায় শেয়ার করলাম।

বিচ্ছিন্ন অনুভূতি

বরং অন্ধ হয়ে যাওয়াটাই অনেক ভালো…
বধির আর বোবা হয়ে,সমস্ত ধার করা স্মৃতিশক্তি আর
জমে ওঠা অনুভূতিগুলো নির্জন বিসর্জন দিয়ে
নিজের কাছ হতেও বিচ্ছিন্ন হয়ে যেতে চাই;
তবু,
ভাবনাগুলোকে দমিয়ে রাখা যায়না,
ভালোবাসাগুলোও জীবন্ত হয়ে দেখা দেয়,
অনুভূতিগুলো অবিরত সুরসুরি দিতে থাকে,
কল্পনার ক্যানভাসে রংধনুর সাত রঙ এসে খেলা করে …

_______________________________
পোস্ট প্রকাশের সময় : অগাষ্ট ১৭, ২০১৫ | ২৩:৪৩
ইমেইল আইডি : [email protected]
যাত্রা শুরু : ২০১৫-০৮-১৬

মুরুব্বী সম্পর্কে

আমি আজাদ কাশ্মীর জামান। আছি মুরুব্বী নামের অন্তরালে। কবিতা পড়ি, কবিতা লিখার চেষ্টা করি। ভেতরে আছে বাউল মন। খুঁজে ফিরি তাকে। জানা হয়নি এখনো। ঘুরতে ঘুরতে আজ পৃথিবীর স্বর্গে। এখানেই পরিচয় হয়েছিলো, কবিতা পাগল এক মানুষের সংগে। নাম জিয়া রায়হান। যার কিছু শব্দকথা, এ্যাতোদিন ভরেছে আমার পাতা। উথাল পাথাল হাওয়া, হৃদয়ে জাগালো দোলা পেলাম কিছু সমমনা মানুষের দ্যাখা। দিনভর আর রাতভর শুধু কবিতায় গেলো বেলা। সব ছেড়েছি- সব পেয়েছি- ভুলতে পারিনি শুধু কবিতার অশ্রুসজল চোখ। ভালো লাগা থেকেই দু’ একটা শব্দ সাজাবার চেষ্টা করি। মাতাল বৃষ্টিতে ভিজে ভিজে মাটির কলসে, তবলার ধ্বণী তুলে গাইতে পারি বেসুরো গান- সুর নামের অন্তরালে। ভালোলাগে পোষা কবুতরের পালক ললাটে ছোঁয়াতে। ফুল থেকে রং নিয়ে, খেলি হোলিখেলা, হৃদয়ের উঠোনে। আজ তারি ধমকে এলাম স্বরূপে- স্বকথায় ভরাবো পাতা।   hits counter

1 thought on “স্পর্শহীন অনুভূতি-এর ব্লগ : বিচ্ছিন্ন অনুভূতি

মন্তব্য প্রধান বন্ধ আছে।