মি. স্পর্শহীন অনুভূতি‘কে চলতি শব্দনীড় এ নিবন্ধন করার আহবান জানাচ্ছি।
অস্থায়ী ব্লগে তাঁর শেষ লিখাটি প্রদায়ক হিসেবে আমি স্বেচ্ছায় শেয়ার করলাম।
বিচ্ছিন্ন অনুভূতি
বরং অন্ধ হয়ে যাওয়াটাই অনেক ভালো…
বধির আর বোবা হয়ে,সমস্ত ধার করা স্মৃতিশক্তি আর
জমে ওঠা অনুভূতিগুলো নির্জন বিসর্জন দিয়ে
নিজের কাছ হতেও বিচ্ছিন্ন হয়ে যেতে চাই;
তবু,
ভাবনাগুলোকে দমিয়ে রাখা যায়না,
ভালোবাসাগুলোও জীবন্ত হয়ে দেখা দেয়,
অনুভূতিগুলো অবিরত সুরসুরি দিতে থাকে,
কল্পনার ক্যানভাসে রংধনুর সাত রঙ এসে খেলা করে …
_______________________________
পোস্ট প্রকাশের সময় : অগাষ্ট ১৭, ২০১৫ | ২৩:৪৩
ইমেইল আইডি : [email protected]
যাত্রা শুরু : ২০১৫-০৮-১৬
বাহবা!