উৎসর্গকৃত জীবন ( কষ্ট )

আমার আমিকে উৎসর্গ করেছিলাম তোমায়
ভেবেছিলাম তুমি খুব খুশি হবে-
বলবে-
“আমি খুশি। আর কিছু চাইনা।
তুমি সুস্থ থাক ভাল থাক। এবং মনে রেখ….
আমি তোমাকে ভালবাসি।”

কিন্তু কই-
তোমার রাগ আর অভিমান বেড়ে গেছে অনেক
বেড়েছে আমার প্রতি তোমার ঘৃণা-
তোমার অযোগ্য বলে দূরে ঠেলেছ
লেবু চিপার মত তেতু করে।

কিসে আমার অযোগ্যতা??? যন্ত্রনা পোষা বেকার জীবন???

বিশ্বাস কর সাবাহ্-
আমি তোমাকে খুব বেশি ভালবেসেছিলাম বলেই
তোমার প্রতিটা মূহূর্তকে আমার স্পর্শের বাইরে রাখতে চাইনি।
চেয়েছি…. চেয়েছি…..
তুমি হবে আমার প্রতিটা শ্বাসের প্রাণ
হবে তুমি আমার জীবনের শওকত শান
তোমার স্পর্শ হবে আমার হৃদয়ের দারকান।

আমার থেকে তোমার মুখ ফিরিয়ে নেওয়াটা
আমি মানতে পারছিনা।
আমার কাছে মনে হয়-
একটা প্রলয়ঙ্কারী ঘুর্নী ঝড় আমার সব কিছু শেষ করে দিয়েছে।

আমি এখন নিঃস্ব। একা।

মাথাটা ভীষণ ঝিম ঝিম করে
বুকের ভিতর কি যেন একটা মোচড়ে উঠে-
কষ্ট অনুভব হয়।

ফেনা সম্পর্কে

মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। কিন্তু এখন শুধু একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান।

14 thoughts on “উৎসর্গকৃত জীবন ( কষ্ট )

    1. ধন্যবাদ প্রিয় মাহমুদুর রহমান ভাই। 

      ভাল থাকবেন প্রিয়।

  1. কবিতায় গদ্যের যেমন সরলতা থাকে তেমন বিশেষ এক ধরণের টান রয়েছে।
    শুভেচ্ছা জানবেন মি. ফেনা। :)

    1. আপনার পদচারণা আমাকে অনেক অনুপ্রানীত করে।

      অনেক ধন্যবাদ আপনাকে।

  2. নিয়মিত ভাবে আপনার কবিতা পড়ে চলেছি ফেনা ভাই। :)

    1. অনেক ধন্যবাদ।

      আপনার মন্তব্যে আমি একটু ভাবে চলে গেলাম। হা হা হা

      ভাল থাকবেন।

  3. কষ্ট থেকে বেড়িয়ে আসুন ফেনা ভাই। ভালোবাসা রইলো। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. আপনিও অনেক ভাল থাকবেন প্রিয় শাকিলা তুবা আপু।

মন্তব্য প্রধান বন্ধ আছে।