নাটকঃ এক খন্ড জীবন [ পর্ব-৬]

দৃশ্য – ১২
লোকেশনঃ বাড়ির উঠান

নাজির উঠানে মোড়ায় বসে মোবা্ইল ঘাটছে। দাদা ঘর থেকে বের হয়ে এসে পিড়িটায় বসতে বসতে –
দাদাঃ কি ভাই তুমি অনেক্ষণ ধরে একা একা বসে আছ?
নাজিরঃ সমস্যা নাই দাদা। আর একা কোথায়। সাথে মোবাইল থাকলে এখনকার দিনে কেউ আর একা থাকে না।
দাদাঃ হ। মোবাইল একটা অদ্ভুত যন্ত্র।
নাজিরঃ আচ্ছা দাদা এই সব বাদ দেন। আপনার জীবনের গল্পটা শেষ করেন।
দাদাঃ হুম।(একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। দাদা কিছুক্ষণ চুপচাপ থেকে শুরু করে টার জীবনের গল্প বলা। চেহারাটা মলিন দেখায়)( কল্পনায় যেতে যেতে…..)
একদিন যানঅ… পোলাডা ঘরে ঢুকতেই বউডা চিল্লান দিয়া বলে—
খায়রুলের বউঃ এই কোন কিছু ধরবানা। খাডাশটা। হাত-মুখ না ধূইয়া খাওন ধরে। যাও….
খায়রুলঃ আরে বউ…… হাত মুখ ধূইয়া কি অইব? হাত পুটকিত মুইছা ফালাইছি। দওনা একটু……
কল্পনা থেকে ফিরে নাজিরের হাতটা ধরে দাদা-
দাদাঃ ভাই জান…. তখন আমার কি সুখের সংসার ছিল। আজ কষ্টের অথই নদী। ( দাদার কন্ঠ ভা্রী হয়ে আসে।)
মুখে আবার হালকা একটা হাসি এনে –
দাদাঃ খায়রুল বাড়ির কিনারায় কিছু ময়লা আবর্জনা আগুনে পুরিয়ে দিচ্ছে। আমি উঠানের কোণায় গাছটার নিছে বসা। হঠাৎ ওর মা ওকে ডেকে বলে। (দাদা কল্পনায়….)
খায়রুলের মাঃ খায়রুল…. কিরে খায়রুল…..( খায়রুলের বউ কল পাড়ে হাড়ি পাতিল মাঝতেছে। বউ জোড়ে খায়রুলকে ডাক দেয়।)
খায়রুলের বউঃ এই কই গো…. তোমারে আম্মায় ডাহে।
খায়রুলঃ কিতা গো আম্মা, ডাহ কেরে?
খায়রুলের মাঃ কিরে তুই নাকি সিগেট খাস?
খায়রুলঃ কিতা কউ আম্মা!!! আমি সিগেট খায়!!!! দাড়াঁও। (খায়রুল দৌড়ায়ে ওর বাবার কাছে যায়।)
–আব্বা ও আব্বা…….
দাদাঃ কিরে বাপ, কি অইছে?
খায়রুলঃ দেহতো আমার পাছা দিয়া কি ধোঁয়া বাইরইতাছে?
দাদাঃ দূর কুজোলা। যা এখান থেইক্কা।
খায়রুলঃ না … মানে আম্মা কইল আমি নাকি সিগেট খায়। আম্মায় বুঝল কেমনে? আমার পিছনদা কি ধোঁয়া বাইরইতাছে কিনা? তাই তোমার কাছে আইলাম।
(দাদা একা একাই হাসতে হাসতে নাজিরের দিকে তাকায়।)
দাদাঃ বড় কুজোলা আছিল আমার পোলাডা।
(রীপা মোটা মুটি একটা ঘুম দিয়ে উঠে আসল। দরজার সামনে দাঁড়িয়ে চোখ কঁচলাতে কঁচলাতে-)
রীপাঃ অই বুইরা এখনও মেহমানডারে লইয়া বইয়া রইছ?? রাইত কইডা বাজে কউছে?
দাদাঃ বইন তুই আইছত ভাল অইছে। আমডারে একটু চা দিবি। ভাই এ চা আনছে, তারে একটু বানাইয়া দে।
(রীপা চা বানাতে চলে যায়।)

নাটকঃ এক খন্ড জীবন [ পর্ব-১]
নাটকঃ এক খন্ড জীবন [ পর্ব-২]
নাটকঃ এক খন্ড জীবন [ পর্ব-৩]
নাটকঃ এক খন্ড জীবন [ পর্ব-৪]
নাটকঃ এক খন্ড জীবন [ পর্ব-৫]

ফেনা সম্পর্কে

মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। কিন্তু এখন শুধু একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান।

14 thoughts on “নাটকঃ এক খন্ড জীবন [ পর্ব-৬]

  1. নাটিকার পরিসর সামান্য বাড়ানো দরকার মনে হলো আজ। কেননা সিকোয়েন্স বুঝতে পাঠকদের সামান্য কষ্ট হবে। ধন্যবাদ আপনাকে। :)

  2. হুম। আমারও মনে হয় কলেবর ছোট হয়ে গেছে ফেনা ভাই। আপনার সাফল্য কামনা করছি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. অনেক ধন্যবাদ। অনেক উতসাহিত হলাম।

      ভাল থাকবেন সতত।

মন্তব্য প্রধান বন্ধ আছে।