মনের যত চিন্তা আমাকে নিয়ে।
মন বলে পৃথিবীতে একা হয়ে যাও,
নিঃসঙ্গ হয়ে যাও,
সারা পৃথিবী গুড়ে বেড়াও,
নিজে উপার্জন করে ইচ্ছে মতো উড়াও,
বন্ধুদের সাথে সময়ে অসময়ে আড্ডা দাও,
নিশি রাতে একা একা রাস্তার অন্ধকারে ভিজো,
অচেনা মানুষের সাথে ঘুরতে যাও নির্জন পাহাড়ে,
নিজের টাকা দিয়ে অন্যের হাসি কিনো।
যা করে বেড়াই,
টাকার বিনিময়ে ভালোবাসা আর শান্তি খুঁজে বেড়াই।
টাকা ফুরিয়ে গেলে আবার স্তব্ধ হয়ে যাই।
সত্যই চমৎকার বলেছেন
অনেক শুভ কামনা জানাই
Thanks a lot Sir
যা করে বেড়াই,
টাকার বিনিময়ে ভালোবাসা আর শান্তি খুঁজে বেড়াই।
Thanks a lot Sir