বাংলা সাহিত্যাকাশের নক্ষত্র
অন্ধরা তোমার আলো দেখেনি
দেখবেও না, এটাই স্বাভাবিক
পেঁচার এক চোখ কোটরে থাকে
লক্ষীর ভাড় তো দেখেনা
সুন্দর-শুদ্ধতার পূজারী
সাহিত্যের মহান সাধক
তোমার রয়েছে শুদ্ধ পাঠক
বাংলা সাহিত্যাকাশের নক্ষত্র
অন্ধরা তোমার আলো দেখেনি
দেখবেও না, এটাই স্বাভাবিক
পেঁচার এক চোখ কোটরে থাকে
লক্ষীর ভাড় তো দেখেনা
সুন্দর-শুদ্ধতার পূজারী
সাহিত্যের মহান সাধক
তোমার রয়েছে শুদ্ধ পাঠক
সময় বড়ই অস্থির
নি:শ্বাস নিতে পারিনা স্বস্তির
সবকিছু এলোমেলো
জীবনটাই অগোছালো