মুনাওয়ার সিফাত এর সকল পোস্ট

মুনাওয়ার সিফাত সম্পর্কে

যে বিষয়ে আগ্রহী থাকি তা নিয়ে লিখে যাই।

ইনফিনিটি

কিছুকাল পর জানা যাবে
আমার কবিতারা আমাকেই গালি দেয়,
কি অথর্ব লোক তাদের লিখে গেছে
আবোল-তাবোল বিদঘুটে সব অর্থ!
কেন মরে যাওয়ার আগে তাদের পুড়িয়ে যাই নি
তার জন্য গালি দিবে নিশ্চিত।
গালি দিবে নামের শেষে লম্বা ডিগ্রী না লিখতে পারার জন্য।
গালি দিবে শুধু বিফল হয়ে নিষ্কর্মা থেকে যাওয়ার জন্য।
আমি সেই গালি শুনবো না, শুনবেনা কোনো পাঠক
সেই গালি শুনবে আমার কবিতারা আর সাথে লাল ডায়েরি।