বুক পকেটের বাগান বিলাসের পাপড়িগুলোও জানে-
আমাদের গন্তব্য নির্দিষ্ট
আমরা এ পথে যাবো আরো অনেকগুলো সকাল,
বিকেল এবং সন্ধ্যা ;
যেমন এ পথে বাড়ি ফিরে দূরপাল্লার ট্রেনগুলো!
:
গন্তব্য।।রাফাতুল আরাফাত
বুক পকেটের বাগান বিলাসের পাপড়িগুলোও জানে-
আমাদের গন্তব্য নির্দিষ্ট
আমরা এ পথে যাবো আরো অনেকগুলো সকাল,
বিকেল এবং সন্ধ্যা ;
যেমন এ পথে বাড়ি ফিরে দূরপাল্লার ট্রেনগুলো!
:
গন্তব্য।।রাফাতুল আরাফাত