রেজা নুর এর সকল পোস্ট

পদ্য-চিরকুট

অতিথি

তোমার সংগে কথা বললে
মন ভালো হয়
মন ভালো রয়
কয় কিছু লোক।

বলি, মন ছিল বরাবর ভালো
আমি শুধু ভোরের হাওয়া,
উড়ে আসি মেঘ ফুঁড়ে
ধোঁয়াশা কালো ।।

এক বিকেলে

একটি বিকেল হঠাৎ তোমার হয়েছিল
বন্ধ দরোজার ওপারে ছিল আলো,
প্রিয় তবু আমার আঁধার —
তোমার চোখের তারা
আর চাঁদমুখ
বুক ভরা…

অনিবার্য আলো

এত আহবান
হেলা করবার মতো
মন নেই আমার—

নাজুক মরমে কেবল
কথার তারা…
শুধুই যারা
আলোময় আঁধার ।।

—- **—–

সহজ

সহজ

কতটা সহজ হলে বলতে পারতে, —‘ভয় করি না কিছু,
আমি হবো সমস্ত বাগানের অনন্যা-ফুল ।
কলংক-ফুলের ঘ্রাণ প্রেমার্তরা ছাড়া
আর কারা পায় !

দুর্নাম রটায় অ-রসিক কাঠময় কিছু লোক
দুর্নাম নয়, দূর-নামের জ্যোতির্ময় শোভার
পায় না পুলক।

সমাজ-বৃক্ষরা সব, মেলে রাখে পাহারার পাতা,
দাঁড়াবো আমি সেইসব বৃক্ষের নীচে নীচে,
বাতাস থেমে যাবে আমার ব্যাকুলতায়…
স্থবিরতায় বুঁজে যাবে
অবুঝের চোখ’ ।।

____ •• ____

July 27, 2018
South Easton
Massachusetts
USA

____{}____

মৃত্যু

মৃত্যু

এই মুহূর্তে যদি আমার প্রাণবায়ু বের হয়,
কিছুই আসবে যাবে না চারপাশের বৃক্ষলতার –
তারা দুলবে বাতাসে, একটু হাওয়ার হিল্লোলে
পাতারা ডুব সাঁতারের মতো নামবে মাটিতে।

দৃষ্টি মেলে গেলে যে-জায়গা শূন্য বলে মনে হয়
সেখানেও হঠাৎ বইবে না কোনও ঝড়ের প্রপাত,
বোঝা-মাথার মজুরের মতো বয়ে নেবে মন্থর মেঘ…
দিগন্তের নীল, বিবর্ণ হবে না একটুও –
আলোয় আলোয় আরও হেসে উঠবে
রঙিন সন্ধ্যার আশায়।

সূর্যেরও কিছু আসে যায় না, কারও মৃত্যু কিংবা বেদনায়,
দৌঁড়ের বাঁশি শুনে সেই যে সচল হলো…
কোনও দিকে দেখবার, থামবার এতটুকু সময় নেই তার,
আর চাঁদ তো আঁধারে খুশি, ফোটে হাসি তারার ভেতর।

আকাশের মন ভার হলে, কিছুক্ষণ কাঁদবে বড়জোর,
কতটা নিখূঁত ছন্দে নামতে পারে নির্জলা-জলের সুতো,
দেখবে তা ওই নির্বাক নদীও।

কিছু মানুষের ঝাঁপসা চোখের আড়ালে, আমি শুধু…
চলে যাবো মাটির শয্যায়, দীর্ঘ-ঘুমে ।।

____ •• ____

July 25, 2018
South Easton
Massachusetts
USA

___{}___