
মৃত্যু
এই মুহূর্তে যদি আমার প্রাণবায়ু বের হয়,
কিছুই আসবে যাবে না চারপাশের বৃক্ষলতার –
তারা দুলবে বাতাসে, একটু হাওয়ার হিল্লোলে
পাতারা ডুব সাঁতারের মতো নামবে মাটিতে।
দৃষ্টি মেলে গেলে যে-জায়গা শূন্য বলে মনে হয়
সেখানেও হঠাৎ বইবে না কোনও ঝড়ের প্রপাত,
বোঝা-মাথার মজুরের মতো বয়ে নেবে মন্থর মেঘ…
দিগন্তের নীল, বিবর্ণ হবে না একটুও –
আলোয় আলোয় আরও হেসে উঠবে
রঙিন সন্ধ্যার আশায়।
সূর্যেরও কিছু আসে যায় না, কারও মৃত্যু কিংবা বেদনায়,
দৌঁড়ের বাঁশি শুনে সেই যে সচল হলো…
কোনও দিকে দেখবার, থামবার এতটুকু সময় নেই তার,
আর চাঁদ তো আঁধারে খুশি, ফোটে হাসি তারার ভেতর।
আকাশের মন ভার হলে, কিছুক্ষণ কাঁদবে বড়জোর,
কতটা নিখূঁত ছন্দে নামতে পারে নির্জলা-জলের সুতো,
দেখবে তা ওই নির্বাক নদীও।
কিছু মানুষের ঝাঁপসা চোখের আড়ালে, আমি শুধু…
চলে যাবো মাটির শয্যায়, দীর্ঘ-ঘুমে ।।
____ •• ____
July 25, 2018
South Easton
Massachusetts
USA
___{}___
