তৌফিক রহমান এর সকল পোস্ট

একজন চন্দ্রদেবীকে

বিশ্বাস করবে না জানি
অজস্র বছর আমরা অপেক্ষা করেছি ঘুমের মধ্যে ঘুমিয়ে, জাগরনের মধ্যে ঘুমিয়ে
প্রাচীন গ্রীস-মিশরীয় সভ্যতার স্কাল নোনা বিস্বাদ পৃথিবীতে..
আদম ইভের জন্ম..আবার আদম ইভের জন্ম..অজস্র অজস্র আদম ইভের জন্ম
সেই সময়ে যখন জন্ম নিয়েছিলাম পুরোনো পৃথিবীর জলজ আবহাওয়ায় কোন বিলুপ্ত লতাগুল্মের দেহ নিয়ে
তখন আদম ইভের এই পৃথিবীর দিকে আমরা সমান বিষ্ময়ে তাকিয়েছিলাম, সেকথা এখন আর মনে পড়বে না জানি
লোকে বলে পৃথিবী নাকি সৃষ্টি হয়েছে ভালবাসায় ..ভালবাসা নাকি জন্ম দিয়েছে এই নক্ষত্রের, এই গভীর সমুদ্রের, এই জাফরানের, এই সাদা মেঘদলের!
তারপর যখন এ পৃথিবীতে মানুষ ভালবাসা রেখে এল বিষের বোতলে, বিষের বোতলে যখন নিয়ে এল ভালবাসা
যখন এ পৃথিবীর এলো যৌবন,যখন এ পৃথিবীর এলো বার্ধক্য তখনো..
রক্তে ধমনীতে বয়ে চলা মিছিলে মিছিলে
স্লোগানে স্লোগানে..
স্লোগান এবং মিছিলে মিলেমিশে যাওয়া এলেমেলো কবিতার লাইনে..
লাইনের পর লাইন মিছিলের মত
স্লোগানের মত
এলেমেলো কবিতায় ..
পালকের মধ্যে মেঘ গুজে, মেঘের মধ্যে পালক লুকিয়ে
ওলোট পালোট করে লেখা নিম্ন মানের কাব্যে..
যে কাব্যে কবিতা নেই, সোজা অর্থ নেই, বাস্তবতা নেই
তবু আছে লেখকের বুকের শব্দ,শব্দের মধ্যে লেখকের বুক আর ..
চুরি করে রাখা সময়
সময় নাকি দু:সময় কাটাছেড়া করে দেখা জটিল গানিতিক নিয়মে
এবং ..আরো জটিল হয়ে ওঠা বুকের সমীকরনে
শতাব্দীর পর শতাব্দী শেষে প্রকৃতির গোপন কোন ইচ্ছায় ঘুমের মধ্য থেকে যদি ঘুম ভেঙ্গে ওঠো কোনদিন, তখন জেনো,
কাব্যে এবং অকাব্যে, রূপকথায় অথবা বাস্তবে
পাখির হৃদয় দিয়ে তোমাকে চাই আমি হৃদয়ে হৃদয়ে!