আজকে মহান বিজয় দিবস
খুশিতে সব দোলে,
খোকা খুকি ঘুরতে যাবে
বাবা-মায়ের কোলে।
আজকে মহান বিজয় দিবস
সালাম জানাই ভোরে,
সকল শহিদ মুক্তি সেনা
আসুক ফিরে দোরে।
আজকে মহান বিজয় দিবস
ইতিহাস যাই ভুলে,
যুদ্ধ করে আনলো বিজয়
তাঁরাই জাতির মূলে।
আজকে মহান বিজয় দিবস
একটা নতুন রবি,
এই রবিতে জেগে আছে
মুক্তিযোদ্ধার ছবি।
আজকে মহান বিজয় দিবস
দেশের সকল প্রানে,
বীর বাঙ্গালী ধনী গরীব
ভরি জীবন গানে।
অতি সুন্দর লেখনী , ভীষণ মুগ্ধ হলাম পাঠে।
আজকে মহান বিজয় দিবস
দেশের সকল প্রানে,
বীর বাঙ্গালী ধনী গরীব
ভরি জীবন গানে।