প্রকৃতি দেখ খেয়ালী কেমন

প্রিয়তমা সঙ্গিনী বাহুলগ্না। শৃঙারে শৃঙারে কামুক করে তুলেছি,
চৈত্রের খরায় বাংলার বিলের জলের মতো লজ্জা তার লাপাত্তা।
ক্ষীরের মতো নরম স্পর্শকাতর কর্দমাক্ত জমিনটুকু সদ্য প্রসবিত
ডিমের উমের কুমকুম গরম। এখন তার প্রতিটি লোমকুপ ভেঙ্গে
যেতে উম্মুখ।

আমার সবচেয়ে নিরীহ অঙ্গখানি ইস্পাত কঠিন,
বুকে তার অসুরের ব্যঞ্জনা,
প্রিয়ার তুলতুলে নরমে আঁকে ঝড়ের আলপনা।

মহাবিশ্বের সবখানে এই লীলা বহমান।
একজন ঝড় তুলে, হায়! ভাঙ্গে অন্যজন।
তবু প্রকৃতি দেখো খেয়ালী কেমন
ধ্বংসস্তুপে দাঁড়িয়ে গায় সৃষ্টির গান।

7 thoughts on “প্রকৃতি দেখ খেয়ালী কেমন

  1. আপনাকে দীলখুশ মিঞার পক্ষ থেকে লাল গোলাপের। শুভেচ্ছা।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    হাই হ্যালো।

    আপনার কবিতা পাঠে মুগ্ধ হয়েছি। যৌনতাকে যেভাবে শিল্পসম্মতভাবে উপস্থাপন করেছেন তা বিরল। আপাকে কি বলব নামতো দেখি ফকির, কবিতাতে যে জীবনের চিত্র একেছেন এটা কোন ফকিরী?

    আপনার ভাল হোক।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  2. শুধু মাত্র ভালো নয় ! অসাধারন লিখেছেন ভাই ।

মন্তব্য প্রধান বন্ধ আছে।