সারা দিন দেখি উড়ছে কাক,
সারা রাত শুনি পেচার ডাক।
চাঁদ ডুবে যায় পশ্চিম সাগরে,
পূবে সুর্য উঠে পাহাড়ের ধারে
পাতা ঝরে, রেণু উড়ে চারি ধার-
বসন্ত পুস্প মুকুল অথবা তুষার?
হৃদয়, বিদায় এবার তোর কাছে-
দেরি হয়ে গেল, সময় কি আছে?
নিথর হয়ে একদিন সুখী হবে তবু-
এত যে ভালোবাসা ভুলবে কি কভু!
অনবদ্য প্রকাশ ।
সুন্দরী সিরিজের কবিতা অনেকদিন পর পড়লাম। জীবনে ব্যস্ততা থাকবে; এর মাঝে নিজেকে হারিয়ে দিতে দেয়া অথবা লিখার হাত বন্ধ করে দিলে চলবে না স্যার। লিখুন।
অসাধারণ! অসাধারণ! শুভকামনা থাকলো।
বেশ ভাবনাপূর্ণ কবি দা