কতটুকু উদাস হলে মানুষকে কবি বলা যায়
কতটুকু দেশপ্রেম হলে মানুষকে নেতা বলা যায়
কতটুকু তাত্ত্বিক মানুষকে কমিউনিস্ট বলা যায়
কতটুকু ধুতি জড়ালে মানুষকে বাঙালি বলা যায়
ফকির মালেক ভেবে কয়
কতটুকু মানুষ হলে মানুষকে মানুষ বলা যায়!
কতটুকু সম্পদ হলে মানুষকে ধনী বলা যায়
কতটুকু ক্ষমতা পেলে মানুষকে মহামান্য বলা যায়
কতটুকু দান করলে মানুষকে দান বীর বলা যায়
কতটুকু চতুর হলে মানুষকে ব্যবসায়ী বলা যায়
ফকির মালেক ভেবে কয়
কতটুকু মানুষ হলে মানুষকে মানুষ বলা যায়!
কতটুকু শিক্ষিত হলে মানুষকে পন্ডিত বলা যায়
কতটুকু ডিগ্রি নিলে মানুষকে ডক্টর বলা যায়
কতটুকু সুরেলা হলে মানুষকে গায়ক বলা যায়
কতটুকু অভিনেতা হলে মানুষকে নায়ক বলা যায়
ফকির মালেক ভেবে কয়
কতটুকু মানুষ হলে মানুষকে মানুষ বলা যায়!
কতটুকু ঈমান হলে মানুষকে পরহেজগার বলা যায়
কতটুকু শরীর ঢাকলে মানুষকে পর্দাশীন বলা যায়
কতটুকু বড় পাঞ্জাবী হলে মানুষকে সুন্নতি বলা যায়
কতটুকু ‘বালেগাল ওলা’ বললে আশেক বলা যায়
ফকির মালেক ভেবে কয়
কতটুকু মানুষ হলে মানুষকে মানুষ বলা যায়!
"কতটুকু সুরেলা হলে মানুষকে গায়ক বলা যায়
কতটুকু অভিনেতা হলে মানুষকে নায়ক বলা যায়
ফকির মালেক ভেবে কয় … কতটুকু মানুষ হলে মানুষকে মানুষ বলা যায়!"
অসাধারণ কম্পেয়ারিজম। অনেক গুলো বিষয় সামনে উঠে এসেছে। সমষ্টিগতভাবে এতো বিষয় মাথায় রাখা; সহজ কাজও নয়। শুভেচ্ছা কবি ফকির আব্দুল মালেক। :yes: