কবিতা

শব্দটিকেট কেটে নিয়ে, বাক্স-প‌্যাঁটরা লোটা কম্বল,
ব্যাংকজমা জমিজমা কানন আঙিনা যা কিছু সম্বল
ব্যর্থ কথোকতা, প্রনান্ত সফলতা ফেলে
কবিতা ট্রেনে চেপে বসেছি হেলেদুলে

ভোঁ, কু ঝিক ঝিক, কবিতা ট্রেন চলে ভোঁ
ভোঁ, কু ঝিক ঝিক, কবিতা ট্রেন চলে ভোঁ

এই যাত্রায় নির্লিপ্ত এক যাত্রী আমি,
স্মৃতির পুকুরে সাতার কেটে তাকিয়ে দেখি-
সামনের সীটে সুন্দরী এককাহন হাসি নিয়ে
সাতকাহন বক বক যাচ্ছে করে খিলখিলিয়ে।

কুয়াশা কাটাবার প্রকৃতির খামখেয়ালীপনার
এক টুকরো রোদ্দুরের ঝিলিক যেন, হারাবার!
তারপর যোজন যোজন সময়ের পারাপার
কোথাও সেই ঝিলিক দেখি না আর!

এইসব হৃদয়ের ব্যাথাগুলি- এইসব
ঢের ব্যাথাগুলি বাক্স-প‌্যাঁটরা লুকিয়ে অনুভব
আজ আনন্দ ধারায় মেতে উঠেছি
শব্দটিকিট কেটে কবিতা ট্রেনে চেপে বসেছি-

কবিতা জীবন, কবিতা হৃদহরণ, আনন্দ সফর
কবিতা শব্দ শব্দ খেলা, ছন্দে দোলা, আবেগী ঝড়
কবিতা স্বাধীনতা, ছাদহীন ঘরে মুক্ত খোলা হাওয়া
কবিতা সুন্দরীর প্রত্যাখান কষ্ট বেদনা ভুলে যাওয়া।

ভোঁ, কু ঝিক ঝিক, কবিতা ট্রেন চলে ভোঁ
ভোঁ, কু ঝিক ঝিক, কবিতা ট্রেন চলে ভোঁ

3 thoughts on “কবিতা

  1. পড়তে গিয়ে শুরুর জোড়া শব্দ গুলো কানে বেশ লাগলো। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    আর কবিতা জীবন শব্দটি যেন প্রতিধ্বনি'র মতো শোনালো হে প্রিয় কবি। গুড। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. করোনাকালে লেখালেখির জগত থেকে যেন চলেই গিয়েছিলাম। আবার পড়তে চলে এলাম শব্দনীড়। আমার প্রিয় ব্লগ। শুভেচ্ছা কবি দা। আদাব। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।