এই নির্জনে

এই নির্জনে

বাইরে ঝিমঝিম পড়ন্ত দুপুর।
ভারী নির্জন, নিরিবিলি কোমল রোদে ঝলমলে।
বারান্দায় ওপরের কড়ি বর্গায়
নানান জাতের পায়রারা ডেকে ওঠে।
পড়ন্ত দুপুরে পায়রার গদগদ স্বরের ডাক এক অদ্ভুত মায়া জন্ম লয়।

শব্দের কি কোন আকার আছে?
শব্দরা সম্ভবত নিরাকার।
তবু পায়রার বুকুম বুকুম
শব্দের আকার গোল মনে হয়,
তুলোর বলের মত গোল।

স্টিমারের হুইছালের শব্দ কি সরু ও দীর্ঘ মনে হয়!
সেতারের ঝনৎকার যেন বহুবর্ণ আগুনের ফুলঝুরি।
এজরাসের ছড় টানলেই মনে ভেসে ওঠে
তন্তুজালের মত আকৃতি,
অদৃশ্য এক মাকড়সা অদ্ভুত দ্রুতলয়ে বুনে চলছে।

পায়রারা গদগদ শব্দে এ কী কথা কয়?
ধ্বনিগুলোকে পরস্পর আলিঙ্গনে জড়িয়ে নিয়ে
ক্রমাগত বুনন চলায় মাকড়শার মতো,
তাতীবাড়ির একটানা ঠকঠককের মতো,
কাঠঠোকরার একটানা ঠোকরের মতো,
সেতারের ঝনৎকারের ফুলঝুরির মতো
এজরাসে ছড় টানার ঐক্যতান মতো
বুকুম বুকুম স্বরে আপ্লুত হতে থাকা পায়রারা
ভালোবাসার কথা কয়?

যারে পায়রা যারে দূরে উড়ে উড়ে
এই নির্জনে তোদের দেখে সুন্দরীরে বড় মনে পড়ে!

13 thoughts on “এই নির্জনে

  1. সত্য কবিতায় যে নন্দিত সৌন্দর্য্য লুকিয়ে থাকে; তারই শাব্দিক প্রতিফলন আপনার কবিতায় খুঁজে পাওয়া যায়। অভিনন্দন প্রিয়বরেষু ফকির আব্দুল মালেক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. ধন্যবাদ দিলে আপনাকে খাটো করা হয়। এই ব্লগের প্রতি, ব্লগারদের লেখার প্রতি আপনার যে মনোযোগ আর প্রতিটি লেখার মন্তব্য করে যাচ্ছেন,  এ কেবলমাত্র গভীর ভালোবাসা থাকলে সম্ভব। 

       

      আপনার প্রতি রইল গভীর শ্রদ্ধা ও গভীর ভালোবাস। 

      আপনার সুস্থতা  আর দীর্ঘায়ু কামনা করি।                

    1. আপনার মুগ্ধতা আমাকে বিমোহিত করেছে। 

       

      আপনার প্রতি সতত শুভকামনা।    

  2. আপনার কবিতায় মুগ্ধতা রেখে গেলাম। শুভকামনা থাকলো শ্রদ্ধেয় দাদা।        

    1. মুগ্ধতা রেখে কোথায় গেলেন। 

       

      শুভকামনা আপনার প্রতি।     

  3. একটু আগে পায়রা দেখে এলাম ,শব্দনীড়ে লগিন করেই পায়রা আশে কবিতায়! আজ দিন আমার ভালো যাবে । 

মন্তব্য প্রধান বন্ধ আছে।