মহুয়া বন মাতাল হাওয়ায় এলোমেলো দুলছে কেন
ঘনকালো মেঘগুলো সব এদিক ওদিক ছুটছে কেন
চিত্ত হরণ রিক্ত কারণ আমার প্রেম ছুইতে বারণ
আজ কেন নয়ন দু’টি টলোমলো হচ্ছে এমন!
পায়রা দুইটি বারান্দাতে বাকবাকুম করছে কেন
চড়ুই কটি বারে বারে কিচির মিচির উড়ছে কেন
কি কারণে কার স্মরণে তোমার নিটোল ননীর গালে
অশ্রু রেখা ওঠলো ফুটে কোন নিরালে!
বৃষ্টির ফোটা আকাশ চুইয়ে আসছে কেন
ঝর্ণাধারা প্রবল স্রোতে মাটি ক্ষয়ে পড়ছে কেন
আমায় তুমি শুন্য হাতে ফিরিয়ে দিতে পারলে যখন
কেন তবে উথাল পাথাল ঝড়ের বেগে কান্না এখন!
প্রকৃত কবিতার আদল গড়ে তুলেছেন … একটি একটি করে উপযুক্ত শব্দ দিয়ে।
শুভেচ্ছা প্রিয় শব্দ কারিগর কবি ফকির আব্দুল মালেক। শুভ সন্ধ্যা।
শুভ কামনা আপনার প্রতি।
মননশীল সৃজনশীল লেখা ।
ধন্যবাদ।
কবিতায় প্রকৃতি বর্ণনায় আপনি অতুলনীয়। আমার ভাল লাগে। শুভেচ্ছা নিন কবি।
আপনার লেখাও আমার ভালো লাগে। আগ্রহ নিয়া পড়ি।
শুভকামনা রইল।
খুব সু্ন্দর অন্তমিল————-
ধন্যবাদ।
প্রকৃতি নিয়ে মনমাতানো উপস্থাপন। পাঠে মুগ্ধতা রেখে গেলাম।
পাঠে মুগ্ধতা রেখে কোথায় চলে যান
ভালোবাসায় কাঁপতে থাকে আমার প্রাণ!