সূর্য মুখর দিন

ঝুমঝুম বৃষ্টির নুপূর থেমে গেছে একটানা শ্রাবণের
সব বাঁধা মেঠো কাদা দূরে আজ আমার জীবনের
কালো কালো মেঘ আনন্দের বেগ রেখেছিল দূর করে
সব বাঁধা গোপন কাঁদা গিয়াছে যোজন যোজন দূরে
আজ সুর্য মুখর দিন অপার বেদনা
কেটে গেছে দূরে মেঘের আনাগোনা!
আজ চারিধার আলোকিত ওরে
আমার প্রিয়া আজ এসেছে এই নীড়ে।

আহা, সব সকরুণ সূর আজ বাজছে অপরূপ তালে
যা কিছু ব্যাথা, যা কিছু বেদনা সব মধুর মতো লাগে
স্রষ্টার কাছে এই চেয়েছি এমন বর্ণালী রংধনু আলো
আমার প্রিয়া আজ আমারে ভেসেছে অনেকটা ভালো
আজ সুর্য মুখর দিন অপার বেদনা
কেটে গেছে দূরে মেঘের আনাগোনা!
আজ চারিধার আলোকিত ওরে
আমার প্রিয়া আজ এসেছে এই নীড়ে।

যেদিকে চাই কোথাও মেঘ নাই নীল আকাশ কাছে দূরে
সামনে পিছনে প্রকাশে গোপনে উদারতা রয়েছে ঘিরে
আজ সব সাজ ভুলে সব লাজ নাচব মেঠো পথ প্রান্তরে
আজ শুধু খোদা জানে কি আনন্দ বাজে আমার অন্তরে
আজ সুর্য মুখর দিন অপার বেদনা
কেটে গেছে দূরে মেঘের আনাগোনা!
আজ চারিধার আলোকিত ওরে
আমার প্রিয়া আজ এসেছে এই নীড়ে।

4 thoughts on “সূর্য মুখর দিন

  1. আজ সুর্য মুখর দিন অপার বেদনা
    কেটে গেছে দূরে মেঘের আনাগোনা!
    আজ চারিধার আলোকিত ওরে
    আমার প্রিয়া আজ এসেছে এই নীড়ে।

    তিন তিনবার রিপিটেশন হওয়াও লিখাটিকে একবার পড়লেও যেন এর ধ্বণী কানের মধ্য থেকে হারিয়ে যাচ্ছে না। অসাধারণ কবিতায় শুভেচ্ছা প্রিয় কবিবন্ধু। ভালোলাগা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. ঝুমঝুম বৃষ্টির নুপূর থেমে গেছে একটানা শ্রাবণের
    সব বাঁধা মেঠো কাদা দূরে আজ আমার জীবনের
    কালো কালো মেঘ আনন্দের বেগ রেখেছিল দূর করে
    সব বাঁধা গোপন কাঁদা গিয়াছে যোজন যোজন দূরে
    আজ সুর্য মুখর দিন অপার বেদনা
    কেটে গেছে দূরে মেঘের আনাগোনা!
    আজ চারিধার আলোকিত ওরে
    আমার প্রিয়া আজ এসেছে এই নীড়ে।

    অসাধারণ

  3. জীবনের এই পথে কত অমাবস্যা আসবে কত,বসন্ত আসবে কত তবুও মানুষ থেমে থাকেনা জীবনের এই জয় গান চলতেই থাকে থাকবে। এবার অন্ত সময়ে বাড়ন্ত বিকেল কোন এক সন্ধ্যার বুক চিড়ে জেগে তুলবে আলোর রশ্মি।  তবুও আমরা ভালো থাকার চেষ্টা করি ভালো থাকার চেষ্টায় রত করি।  ভালো থাকুন সবসময় মালেক ভাই লেখাটি ভালো লেগেছে

মন্তব্য প্রধান বন্ধ আছে।