সাহস

তোমার বাবার রাগী নয়ন পানে যখন আমি চাই
আমার কাছে মনে হইত হায় এই দুনিয়াতে নাই
সালাম দিয়া দেখি- পান চিবাইয়া যায়
চেয়ারমেন সাব নরম হইয়া মিটমিটিয়া চায়
ভাবি, ডরাইলেরে ডর, ওরে বন্ধু-ডরাইলেই ডর
সাহস কইরা এগিয়ে না এলে তুমি হবা পর!

তোমার হাতে হাতটা প্রথম যেদিন রাখি
পায়ের কাঁপন থামাইতে চুপটি করে থাকি
এখন আমার সাহস কত চিবুক ছুঁয়ে দেই
তোমার হাসির ঝিলিকে আমি আমার মাঝে নেই
ভাবি, ডরাইলেরে ডর, ওরে বন্ধু ডরাইলেই ডর
সাহস কইরা এগিয়ে না এলে তুমি হবা পর।

তোমায় আমি বিয়া করুম কাজী অফিস চলো
খুশিতে দেখি চোখটি তোমার করছে ছলো ছলো
প্রেমের কাঙাল দু’জনাতে যেন একটি জান
স্রোতের নদী পারি দিব আমরা দুইটি প্রাণ
ডরাইলেরে ডর, ওরে বন্ধু ডরাইলেই ডর
সাহস কইরা এলে না তাই আমি হলাম পর।

14 thoughts on “সাহস

  1. “ডরাইলেরে ডর, ওরে বন্ধু-ডরাইলেই ডর
    সাহস কইরা এগিয়ে না এলে তুমি হবা পর!”

    ইন্টারেস্টিং পদ্য উপহার দিয়েছেন কবি মি. ফকির আব্দুল মালেক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. সাহস না থাকলে কিছুই করা যায় না চমৎকার লেখেছেন কবি দা

  3. কবিতাটি মনঃসমীক্ষা দিক দিয়ে অত্যন্ত উন্নত। গল্পটাও বেশ সমান্তরালে এগিয়ে গিয়েছে। কবিতা যদি অর্থের মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে বলব এই কবিতার সারল্য ভাষ্য অত্যন্ত প্রখর। সম্ভবত আমার কাছে আপনার একটা বই আছে। আমি প্রত্যেকটা কবিতা পড়েছি। আপনার কবিতাগুলো গল্পের মত। আমার কাছে বেশ ভালো রোমাঞ্চকর মনে হয়েছে। কবিতা পড়ে যদি একঘেয়েমি কাটিয়ে ওঠা যায় তবে বলব কবিতা লেখক সার্থক। আপনার গল্পে ঘেমে কাটিয়ে ওঠার মতো রসদ রয়েছে বলেই কিছুটা চৈতন্য ফিরে পাওয়া। ধন্যবাদ ও শুভকামনা জানবেন মালেক ভাই আপনার লেখাটি ভাল লেগেছে।

    1. শামীম বকতিয়ার। 

      অনেক পুরানো সহ ব্লগার। 

      সহজ ভাষায় একটু মজা করে কিছু লিখা লেখেছি। অনেক আগে শুরু করেছিলাম। অনেকে পছন্দ করেছিলেন। তারই ধারাবাহিকতা এই লেখাটি। 

       

      এই ধরনের সবগুলি লেখা নিয়ে৷ একটা কবিতার বই করব আশা করছি। 

       

      ভালে থাকবেন। শুভ কামনা সব সময়। 

  4. কবিতাটি আশা জাগানিয়া প্রগতির কাব্য। ঠিক বলেছি কি কবি? :)

    1. একটু মজা করে সহজ করে লেখা পদ্য। 

      ধন্যবাদ আপনাকে। 

      শুভকামনা রইল। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।