ওখানে উৎসব ছিল।
নানা মনি-মুক্তা চাকচিক্য ভরপুর মনোহরি আমোদ,
মানুষের উচ্চতর আদব লেবাস ঐতিহ্য,
অহংকারে উজ্জ্বল বিজয়ী মুখাবয়ব সূর্যশিখার মত
প্রজ্বলিত ছিল-
আমাকে কেউ ডাকেনি, আমি যাইনি।
উৎসবে মাদকতা ছিল।
বিস্ময়ে চোখ জুড়ানো অপার্থিব জোছনার পরিপূর্ণ
জোয়ারে- বাদুরের উড়ে বেড়ানো ছোঁয়াহীন কম্পন,
থরো থরো নিশীথের বুকে করে গেছে করাঘাত,
পৃথিবী রাঙানো ছিল ময়াবী মোহময় রূপে।
আমাকে কেউ ডাকেনি, আমি যাইনি।
আমাকে কালজয়ী বধিরতা চেপে ধরেছিল,
আমাকে কালজয়ী অন্ধত্ব চেপে ধরেছিল,
আমি শুধু ভালোবাসার ক্রমবর্ধমান সঞ্চালনকে
শব্দ দিয়ে স্পর্শ করে গেছি।
আমাকে কেউ ডাকেনি, আমি যাইনি।
যাকে ছুঁয়েছি, সে কোথাও যেতে পারেনি।
আমি শুধু ভালোবাসার ক্রমবর্ধমান সঞ্চালনকে
শব্দ দিয়ে স্পর্শ করে গেছি।
আমাকে কেউ ডাকেনি, আমি যাইনি।
যাকে ছুঁয়েছি, সে কোথাও যেতে পারেনি।
ধন্যবাদ
বেশ তো কবি দা
অনবদ্য লিখনি
আপনার লেখা ফেসবুকে এক মেয়ে চুরি করতাছে দাদা
https://www.facebook.com/story.php?story_fbid=176840570446153&id=100043606341965
অনেক ধন্যবাদ।
আপনার প্রতি শুভকামনা।